ঢাকা , শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুনামগঞ্জের জিপিএ-৫ এর শীর্ষে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়    রাজবাড়ীর পাংশায় কলেজের ওয়াশরুমে ধ`র্ষ`নে`র অভিযোগে ধ`র্ষ`ক গ্রে`ফ`তার পূর্বধলায় সিনিয়র সাংবাদিকের সুস্হতা দোয়া মাহফিল অনুষ্ঠিত সবার সহযোগিতায় বাঁচতে চাই মেধাবী ছাত্র ময়মনসিংহের তামিম  দিরাইয়ে পুকুরে ভাসতে থাকা এক ব্যক্তির লাশ উদ্ধার  ঈশ্বরগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার।  নেত্রকোনায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৬১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা বিলুপ্তির পথে দেশীয় খয়রা পুঁটি কৈ সিং মাগুর মাছ সৌদি আরব মন্ত্রিসভা বিদেশীদের জন্য নতুন সম্পত্তির মালিকানা আইন অনুমোদন করেছে। সৌদি প্রতিরক্ষামন্ত্রী এবং ইরানি পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন।

আটপাড়া বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক

নেত্রকোনা আটপাড়া উপজেলা দুওজ ইউনিয়ন চারিগাতীয়া গ্রামে, চারিগাতীয়া হাফিজিয়া হা্নজালা (রাঃ) এতিমখানা মাদ্রাসা ও আল-মদিনা যুব সমাজের উদ্যোগে এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

( ১২ ফেব্রুয়ারি) রোজ সোমবার চারিগাতীয়া খেলার মাঠে ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল, বাদ আসর হইতে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে ।
পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু , ময়মনসিংহ নান্দাইল চৌরাস্তা তেলোয়ারী জামে মসজিদ সাবেক খতিব, পীরে কামেল হরযত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব এর সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব হাজী মোঃ খাইরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইদুল হক তালুকদার।

প্রদান বক্তা হিসাবে উপস্থিত হয়ে বয়ান করেন, তরুন আলোচক হাফেজ হযরত মাওলানা , আলামিন হোসাইন হূমাইপুরী সাভার,ঢাকা)
বিশেষ বক্তা হাফেজ হযরত মাওলানা ইয়াহ্ইয়া সুতারপুরী, ইমাম ও খতিব সিডস্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ভালুকা

এছাড়া আরও আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে উপস্থিত হয়ে বয়ান করেন, হযরত মাওলানা মুফতী গোলাম কিবরিয়া, খতিব তেলিগাতি জামে মসজিদ এবং অত্র মাহফিলের সহ সভাপতি।

এছাড়া আরো স্থানীয় উলামায়ে কেরাম সুমধুর কন্ঠে পবিত্র কোরআনের আলোচনা পাঠ করেন। এবং অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ৬নং দুওজ ইউনিয়ন পরিষদের, ৪ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আক্কাস মিয়া, ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ শাস্তূ মিয়া, আল মদিনা যুব সমাজ এর সম্মানিত সদস্য মোঃ রফিকুল ইসলাম ও আল মদিনার যুব সংঘ পরিবারের সকল সদস্য সহ আরো এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গন।

এ সময় ইসলাম ধর্ম বিষয়ক নানাবিধও আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মাহফিল পরিচালনায়, মাওলানা আহমদ আলী সাহেব, ইমাম ও খতিব ইকরাটিয়া জামে মসজিদ।
সৌজনে-মোঃ সাইফুল ইসলাম (মাস্টার)
সাধারণ সম্পাদক, আল মদিনা যুব সংঘ পরিবার।
মাহফিল সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুবসমাজ ও এলাকাবাসী।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের জিপিএ-৫ এর শীর্ষে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়   

আটপাড়া বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত।

আপডেট টাইমঃ ১০:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক

নেত্রকোনা আটপাড়া উপজেলা দুওজ ইউনিয়ন চারিগাতীয়া গ্রামে, চারিগাতীয়া হাফিজিয়া হা্নজালা (রাঃ) এতিমখানা মাদ্রাসা ও আল-মদিনা যুব সমাজের উদ্যোগে এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

( ১২ ফেব্রুয়ারি) রোজ সোমবার চারিগাতীয়া খেলার মাঠে ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল, বাদ আসর হইতে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে ।
পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু , ময়মনসিংহ নান্দাইল চৌরাস্তা তেলোয়ারী জামে মসজিদ সাবেক খতিব, পীরে কামেল হরযত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব এর সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব হাজী মোঃ খাইরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইদুল হক তালুকদার।

প্রদান বক্তা হিসাবে উপস্থিত হয়ে বয়ান করেন, তরুন আলোচক হাফেজ হযরত মাওলানা , আলামিন হোসাইন হূমাইপুরী সাভার,ঢাকা)
বিশেষ বক্তা হাফেজ হযরত মাওলানা ইয়াহ্ইয়া সুতারপুরী, ইমাম ও খতিব সিডস্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ভালুকা

এছাড়া আরও আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে উপস্থিত হয়ে বয়ান করেন, হযরত মাওলানা মুফতী গোলাম কিবরিয়া, খতিব তেলিগাতি জামে মসজিদ এবং অত্র মাহফিলের সহ সভাপতি।

এছাড়া আরো স্থানীয় উলামায়ে কেরাম সুমধুর কন্ঠে পবিত্র কোরআনের আলোচনা পাঠ করেন। এবং অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ৬নং দুওজ ইউনিয়ন পরিষদের, ৪ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আক্কাস মিয়া, ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ শাস্তূ মিয়া, আল মদিনা যুব সমাজ এর সম্মানিত সদস্য মোঃ রফিকুল ইসলাম ও আল মদিনার যুব সংঘ পরিবারের সকল সদস্য সহ আরো এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গন।

এ সময় ইসলাম ধর্ম বিষয়ক নানাবিধও আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মাহফিল পরিচালনায়, মাওলানা আহমদ আলী সাহেব, ইমাম ও খতিব ইকরাটিয়া জামে মসজিদ।
সৌজনে-মোঃ সাইফুল ইসলাম (মাস্টার)
সাধারণ সম্পাদক, আল মদিনা যুব সংঘ পরিবার।
মাহফিল সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুবসমাজ ও এলাকাবাসী।