
নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনার মদন উপজেলায় রিমা আক্তার (২০)নামের এক নববধূর কাকড়া বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। রোজ সোমবার গত (৯ অক্টোবর) উপজেলা মাঘান ইউনিয়নের কাতলা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
পরে স্বজনেরা ওই নববধু রিম আক্তার কে, আহত অবস্থায় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করে,সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন নববধূ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত
২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে পারিবারিকভাবে উপজেলা কাতলা গ্রামের মৃত কাদির মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩৫) ও সাথে পার্শ্ববর্তী থানা কেন্দুয়া উপজেলাধীন নোয়াপাড়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামের সাইফুল ইসলাম (৫০)এর কন্যা রিমা আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা দুজন।
বিবাহের সাপ্তাহ খানিক পর থেকে নববধূ রিমা আক্তারের কাছে একাধিক মোবাইল নাম্বারে কল আসে ।পরে স্বামী নজরুল ইসলাম জিজ্ঞাসা করলে মোবাইলে এত কল আসে কেন? বলে আমার সম্পর্কে ভাই হয় তাই কল দেয়।
স্বামী নজরুল ইসলাম কৌশলে স্ত্রীর মোবাইল ফোনটির রেকর্ড অপশন অন করে রাখেন।
রেকর্ড কলের মাধ্যমে স্বামী নজরুল ইসলাম জানতে পারেন স্ত্রীর রিমা আক্তারের পরকীয়া প্রেমের সম্পর্কের কথা।
গত ৯ অক্টোবর রোজ সোমবার সকাল ১১ টার দিকে
কেন্দুয়া উপজেলাধীন নোয়াপাড়া ইউনিয়নের কোনাপাড়া পূর্বপাড়া গ্রামের শাহজান মিয়ার ছেলে ফয়সাল (২৪) ও মৃত রেজন মিয়ার ছেলে নয়ন (৪৫)নামের ব্যক্তি নববধূ রিমা আক্তার এর মোবাইল নাম্বারে কল করে বলেন, তোমাকে যদি আসতে না দেয়, তবে
তুমি বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে মদন হাসপাতালে এসে ভর্তি হও পরে বিষয়টা আমরা দেখব।
এর কিছুক্ষণ পর পরই নববধু রিমা আক্তার কাকড়ার বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে গুরুতর আহত হয়।
পরে স্বজনেরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ ঘটনা নববধূ রিমা আক্তারের ফোন রেকর্ডের মাধ্যমে বিষয়টা জানা যায়।
এ বিষয়ে স্বামী নজরুল ইসলাম বলেন, সে আমার ঘর করবে না, চলে যাক তাতে আমার কষ্ট নেই, কিন্তু বিষ পান করে আত্মহত্যা চেষ্টা করে আমাকে বিপদে ফেলার চেষ্টা করল কেন? যারা এই পরামর্শটা দিয়েছে তাদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব।
নববধু রিমা আক্তার জানায়, ফয়সাল ও নয়নের
কু পরামর্শের আমি এ অঘটনাটি ঘটিয়েছি।
এর জন্য দায়ী ফয়সাল ও নয়ন মিয়া
এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।