
আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
বুধবার (২৮ মে ২০২৫) দুপুর ৩ টায় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে। ঈদুল আযহা কে সামনে রেখে,বিভিন্ন পরিবহন সেক্টর এর নেতৃবৃন্দদেরকে নিয়ে, এক সমন্বয়ক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আক্তার উল আলম। এই সভায় বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেখানে সেনাবাহিনীর কর্নেল জাহিদ বলেন, ময়মনসিংহের কোন সড়কে যদি কোন প্রকার তথ্য পাওয়া যায় চাঁদাবাজি বা চাঁদা আদায় গ্রহণ করা হচ্ছে। তাহলে আইনী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ সেনাবাহিনী।
তিনি সবাইকে সতর্ক করে বলেন, ঈদের আগ মুহূর্তে কোন অপকর্ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সার্বক্ষণিক মাঠে থাকবে সেনাবাহিনীর সদস্যরা