
নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়া কুমারখালী উপজেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন করা হয়। গতকাল রোববার বিকেলে উপজেলা পরিষদ এর সভাকক্ষে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কর্যালয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন।
অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন বলেন সোনার বাংলা গড়ে তুলতে মেয়েদের এগিয়ে আসতে হবে। তিনি কর্মক্ষেত্রে নারীদের অগ্রগতি ও নিরাপত্তার কথা তুলে ধরেন।তিনি নারীদের আত্মকর্মসংস্থান এর জন্য উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল হক নারী জাগরণে বেগম রোকেয়ার ভুমিকা তুলে ধরেন এবং তিনি বাল্যবিবাহ প্রতিরোধে নারীকে সচেতন ও সবাইকে এগিয়ে আসার জন্য আহবান জানান।
অনুষ্ঠানে জয়িতা সংবর্ধনা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় পাঁচজন সফল নারী জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়।