ঢাকা , শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা-৩ মনোনীত প্রার্থীর কেন্দুয়া আলেম উলামাদের সাথে সৌজন্য সাক্ষাত  ——- ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় আপিলের রায় ৪ সেপ্টেম্বর মানুষের পাশে দাঁড়ানোই মগড়া বাঁধন সংগঠনের কাজ আটপাড়ায় নাজিরগঞ্জ বাজারে অবৈধ জুয়ার আসর নেত্রকোনার কলমাকান্দায় আনন্দপুরকে মডেল ইউনিয়নে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন দেশে যত বড় চাঁদাবাজই থাকুক, তাকে আইনের আওতায় আনা হবে। স্বারাষ্ট্র উপদেষ্টা পানছড়ি সীমান্তে ভারতীয় সালসা জব্দ নেত্রকোণা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ জুন-২০২৫ কার্যক্রমের ১ম দিনের কার্যক্রম সম্পন্ন মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও সহায়তা প্রদান সিধলী বাজারে বাপ্পি কবির ও যুবদল নেতার নেতৃত্বে ২৫-২৭ জনের সশস্ত্র হামলা

কঠিন প্রশ্ন সহজেই উত্তর আমিও চাই জীবন গড়তে

নাটোর থেকে

কঠিন প্রশ্ন সহজেই উত্তর আমিও চাই জীবন গড়তে

আচ্ছা তোরা রাজনীতি করতে চাস কেন ? একজন একজন করে বল ।

– ভাই , আমি ইদুরের মতো বাঁচতে চাই না ।

হিদায়াত , পথের খোঁজ । কোন পথ ? কেমন সে পথ ? পিচঢালা , না মেঠো , না ডিজিটাল ? সে পথ বড় সহজ , বড় আরাম । ছোটবেলা থেকে আমাদের মাথায় পুঁজিবাদী , স্বল্পমূল্যে শ্রমসন্ধানী ’ সিস্টেম একটা কথা শিখিয়ে দিয়েছে — লাইফ ইজ নট অ্যা বেড অব রোজেজ । জীবনটা ফুলের বিছানা নয় । জীবন খুব কঠিন , টিকে থাকার জন্য প্রতিযোগিতা করতে হবে । বস্তুবাদী সমাজে বস্তু কেনার যোগ্যতা চাই , নাহলে কমফোর্ট জোনে থাকতে পারবা না । লেখাপড়া করে যে , গাড়ি – ঘোড়ায় চড়ে সে । গাড়ি – বাড়ি – নারী – কাঁড়িকাঁড়ি কড়ি – ছড়ি এগুলোর জন্য দৌড়াও , ভাগো ।

আরেকটা পথ আছে , কমফোর্ট জোনেঢোকার পথ , আরাম – শান্তি – সুখের পথ । কমফোর্টের জন্য যে পথে উন্নত বস্তু লাগে না , কুঁড়েঘরেই – অর্ধাহারেই – হাঁটাপায়েই সেখানে কমফোর্ট মেলে । অর্জনের প্রতিযোগিতা নেই সেপথে । শুধু আছে বিসর্জনের প্রতিযোগিতা । বস্তু ভোগের মাঝে তৃপ্তি ’ আগের ওই পথে । আর এই পথে ‘ ভোগে নয় , ত্যাগেই সুখ ’ , আসল সুখ ।

এই পথের সন্ধান পাওয়াকেই বলছি হিদায়াত , যে পথের দুধারে ফুলের মতো ফুটে থাকে সুখেরা । আমি কোন কিতাবী নীতিবাক্য বা ক্যুনিজমীয় ইউটোপিয়া বা ঠাকুরমার ঝুলির কথা বলছি না । রেগুলার শেভের আড়ালে পাকা দাড়ির গোড়ার মতো বাস্তব , কড়া মেকআপের আড়ালে প্রৌঢ়ার ভাঁজ পড়া চামড়ার মতো বাস্তব

এক পথের অস্তিত্ব জানাচ্ছি আপনাদের , যেখানে সুখের অভিনয় করে প্রতি মুহূর্তে মরতে হয় না । সে রাস্তায় ‘ দম নিলেও ঘ্রাণ পাওয়া যায় সুখের , এতটাই সস্তা সেখানে সুখ । একটা ছেলের গল্প শোনাবো আজ । ‘

ছেলেটি’র জগতটাও টিপিক্যাল মধ্যবিত্ত – সন্তানের জীবন – দর্শনে ঠাসা । পুঁজিবাদের সেবা করে নিজের কমফোর্ট জোন নিশ্চিত করতে হবে । এজন্য পুঁজিবাদের ঠিক করে দেওয়া শিক্ষাটা ভালোমতো আয়ত্ত্ব করাটা জরুরি । যেখানে ভালো বাবা , ভালো স্বামী , ভালো সন্তান কীভাবে হতে হয় — তা নেই । ভালো চাকর হয়ে কীভাবে ভালো চাকরি করা যায় , শুধু সেটা শিখলেই যথেষ্ট । এরপর বস্তু আহরণের জন্য এমনভাবে চাকরগিরি করবে , যাতে সন্তান বাপ – মাকে কাছে না পায় । বস্তুর জন্য যৌতুক চেয়ে বউ পেটাতেও না বাধে । আর , বুড়ো বাপের সম্পত্তি লিখে নিয়ে আশ্রমে পাঠিয়ে নিজের কমফোর্ট জোন নিশ্চিত করা যায় । ভালো বাবা , ভালো স্বামী , ভালো সন্তান হওয়া শেখেনি যে , শিখেছে শুধু বস্তু লাগবে নিজের কমফোর্টের জন্য গাড়ি – বাড়ি – আইফোন – বাইক । সে জগতে বস্তুই সব , বাকি সব মিথ্যে ।

ততা , দক্ষ চাকর হবার জন্য ছেলেটা ক্যাডেট কলেজে ভর্তি হলো । সেখানে নাকি চাকর হবার সব গুণগুলো বিকশিত হয় — মনিবের ভাষায় পটাপট কথা বলা , কো – কারিকুলার্স , সুস্থ – সবল – বেশি কর্মক্ষম চাকর তৈরি । ভালো অর্থেই বললাম । ডানপিটে ছেলেটা কঠোর নিয়মের মাঝে আবিষ্কার করে বসল এক মহাসত্য— নিয়ম ভাঙার মজা । জামাআতের সাথে মাগরিবের নামাজ পড়াটাও একটা নিয়ম ছিল সেখানে । আল্লাহ ছেলেটাকে মাফ করুন ।

আবারও ওই নিয়মের ভয়েই আইএসএসবি – তে গ্রিনকার্ড পেয়েও গেল না ছেলেটা । ভার্সিটি লাইফ এনজয় করতে হবে তো । ফ্রেন্ডস – আড্ডা – ঘোরাঘুরি – বিপরীত লিঙ্গের সান্নিধ্য — এসব ছেড়ে আর্মিতে গিয়ে যৌবন বরবাদ করার কোনো মানে হয় ? শেষমেশ স্বপ্নের ঢাবি ক্যাম্পাসে কাঙ্ক্ষিত সাবজেক্ট ( জেনেটিক্স ) না পেয়ে একপ্রকার হতাশ হয়েই ভর্তি হলো ঢাকার এক সরকারি কসাইখানায় । কাহিনি শুরু হচ্ছে এখন .

প্রথম ফোঁটা :

‘ বাবা , এদিকে আয় , দেখে যা

জি আব্ব , আসছি …

এই দ্যাখ , এই লোকটা ডাক্তার । দ্যাখ কীভাবে অন্য ধর্মগ্রন্থ থেকে রেফারেন্স দেয় । একদম মুখস্থ । শোন একটু “

তাই নাকি ? আচ্ছা লোক তো !

টিভিতে দাড়িওয়ালা , কোট – টাই পরা হালকা – পাতলা গড়নের এক লোক । স ’ উচ্চারণে একটু সমস্যা , নাম্বার ওয়ান ’ বলার সময় বুড়ো আঙুল আগে তোলে । খ্রিস্টান পাদরি যেন আজন্ম – বোবা , হিন্দু পণ্ডিত যেন পালাতে পারলে বাঁচে । ছেলেটা মুগ্ধ হয়ে দেখে আর ভাবে — আমিও তো ডাক্তারি পড়ি , আমিও তো পারি এমন করে মানুষের হিদায়াতের উসিলা হতে ।

ছেলেটা কল্পনায় স্টেজে লোকটার জায়গায় নিজেকে ভাবে । নাম্বার ওয়ান ’ বলার সময় বুড়ো আঙুল আগে দিয়ে । পটাপট বলে চলে বাইবেল – গীতা – ঋগবেদ কুরআনের চ্যাপ্টার – ভার্স নাম্বার । আমাদের ছেলেটার কুরআনের অনুবাদ পড়ার আগেই ‘ ইংরেজি একটা বাইবেল ’ আর ‘ গসপেল অব বার্নাবাস ’ শেষ হয়ে গেল । ডাউনলোড হয়ে গেল বেদের সব খণ্ডই , ‘ আফ্রিকান ধর্মগুলোর পবিত্র শ্লোক আর ‘ প্রাচীন চৈনিক ধর্মপুস্তক । ডেড সি স্কুল ’ নিয়ে দিবাস্বপ্ন দেখত , আর সুরিয়ানি ভাষায় ( আরামায়িক , ইসা আলাইহিস সালাম – এর নিজের ভাষা ) লিখত খাতার মলাটে নিজের নাম । এভাবেই চলছিল ফার্স্ট ইয়ারের সোনালি দিনগুলো ।

ভালো চাকর হবার প্রতিযোগিতা কেড়ে নিল সব । সঅঅঅব । ভয়ংকর সব বই , হােস্টেল লাইফ আর কিন্নরী হাসিগুলো ‘ আসল ’ রাস্তায় ফিরিয়ে নিল ছেলেটাকে । হঠাৎ একদিন দেখল , ভার্সিটি লাইফ যতটা হৈ – হুল্লোড় হবার কথা ছিল , অতটা আর হচ্ছে না । মেডিকেল কলেজের টিচারদের কড়া শাসন আর প্রথম ব্যাচের হম্বিতম্বিতে সব বরবাদ হচ্ছে , কিন্ডারগার্টেন বানিয়ে ফেলেছে একদম । এভাবে তো আর চলে । এই প্রেসার থেকে উত্তোরণের পথও পাওয়া গেল — ছাত্ররাজনীতি । সীনা টান টান করে হাঁটা । টিচার – সিনিয়র – জুনিয়রদের সমীহের দৃষ্টি , দাবি – আন্দোলনের অ্যাডভেঞ্চার । হুমমম , চেতনার ডিলারশিপ নিয়ে নিল ছেলেটা । কেন রাজনীতিতে আসতে চাচ্ছে , বড়ভাইয়ের এই প্রশ্নের উত্তরে ছেলেটি জবাব দিয়েছিল — ‘ ভাই , আমি ইঁদুরের মতো বাঁচতে চাই না ।

আর চেতনার সাথে একটু এসব না হলে চলে ? এসবের সাথে একটু ‘ ওসব ’ না হলেও ‘ সেসব ’ তো লাগেই । না হলে রাজনীতি জমেই না মোটে ।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা-৩ মনোনীত প্রার্থীর কেন্দুয়া আলেম উলামাদের সাথে সৌজন্য সাক্ষাত  ——-

কঠিন প্রশ্ন সহজেই উত্তর আমিও চাই জীবন গড়তে

আপডেট টাইমঃ ১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪

নাটোর থেকে

কঠিন প্রশ্ন সহজেই উত্তর আমিও চাই জীবন গড়তে

আচ্ছা তোরা রাজনীতি করতে চাস কেন ? একজন একজন করে বল ।

– ভাই , আমি ইদুরের মতো বাঁচতে চাই না ।

হিদায়াত , পথের খোঁজ । কোন পথ ? কেমন সে পথ ? পিচঢালা , না মেঠো , না ডিজিটাল ? সে পথ বড় সহজ , বড় আরাম । ছোটবেলা থেকে আমাদের মাথায় পুঁজিবাদী , স্বল্পমূল্যে শ্রমসন্ধানী ’ সিস্টেম একটা কথা শিখিয়ে দিয়েছে — লাইফ ইজ নট অ্যা বেড অব রোজেজ । জীবনটা ফুলের বিছানা নয় । জীবন খুব কঠিন , টিকে থাকার জন্য প্রতিযোগিতা করতে হবে । বস্তুবাদী সমাজে বস্তু কেনার যোগ্যতা চাই , নাহলে কমফোর্ট জোনে থাকতে পারবা না । লেখাপড়া করে যে , গাড়ি – ঘোড়ায় চড়ে সে । গাড়ি – বাড়ি – নারী – কাঁড়িকাঁড়ি কড়ি – ছড়ি এগুলোর জন্য দৌড়াও , ভাগো ।

আরেকটা পথ আছে , কমফোর্ট জোনেঢোকার পথ , আরাম – শান্তি – সুখের পথ । কমফোর্টের জন্য যে পথে উন্নত বস্তু লাগে না , কুঁড়েঘরেই – অর্ধাহারেই – হাঁটাপায়েই সেখানে কমফোর্ট মেলে । অর্জনের প্রতিযোগিতা নেই সেপথে । শুধু আছে বিসর্জনের প্রতিযোগিতা । বস্তু ভোগের মাঝে তৃপ্তি ’ আগের ওই পথে । আর এই পথে ‘ ভোগে নয় , ত্যাগেই সুখ ’ , আসল সুখ ।

এই পথের সন্ধান পাওয়াকেই বলছি হিদায়াত , যে পথের দুধারে ফুলের মতো ফুটে থাকে সুখেরা । আমি কোন কিতাবী নীতিবাক্য বা ক্যুনিজমীয় ইউটোপিয়া বা ঠাকুরমার ঝুলির কথা বলছি না । রেগুলার শেভের আড়ালে পাকা দাড়ির গোড়ার মতো বাস্তব , কড়া মেকআপের আড়ালে প্রৌঢ়ার ভাঁজ পড়া চামড়ার মতো বাস্তব

এক পথের অস্তিত্ব জানাচ্ছি আপনাদের , যেখানে সুখের অভিনয় করে প্রতি মুহূর্তে মরতে হয় না । সে রাস্তায় ‘ দম নিলেও ঘ্রাণ পাওয়া যায় সুখের , এতটাই সস্তা সেখানে সুখ । একটা ছেলের গল্প শোনাবো আজ । ‘

ছেলেটি’র জগতটাও টিপিক্যাল মধ্যবিত্ত – সন্তানের জীবন – দর্শনে ঠাসা । পুঁজিবাদের সেবা করে নিজের কমফোর্ট জোন নিশ্চিত করতে হবে । এজন্য পুঁজিবাদের ঠিক করে দেওয়া শিক্ষাটা ভালোমতো আয়ত্ত্ব করাটা জরুরি । যেখানে ভালো বাবা , ভালো স্বামী , ভালো সন্তান কীভাবে হতে হয় — তা নেই । ভালো চাকর হয়ে কীভাবে ভালো চাকরি করা যায় , শুধু সেটা শিখলেই যথেষ্ট । এরপর বস্তু আহরণের জন্য এমনভাবে চাকরগিরি করবে , যাতে সন্তান বাপ – মাকে কাছে না পায় । বস্তুর জন্য যৌতুক চেয়ে বউ পেটাতেও না বাধে । আর , বুড়ো বাপের সম্পত্তি লিখে নিয়ে আশ্রমে পাঠিয়ে নিজের কমফোর্ট জোন নিশ্চিত করা যায় । ভালো বাবা , ভালো স্বামী , ভালো সন্তান হওয়া শেখেনি যে , শিখেছে শুধু বস্তু লাগবে নিজের কমফোর্টের জন্য গাড়ি – বাড়ি – আইফোন – বাইক । সে জগতে বস্তুই সব , বাকি সব মিথ্যে ।

ততা , দক্ষ চাকর হবার জন্য ছেলেটা ক্যাডেট কলেজে ভর্তি হলো । সেখানে নাকি চাকর হবার সব গুণগুলো বিকশিত হয় — মনিবের ভাষায় পটাপট কথা বলা , কো – কারিকুলার্স , সুস্থ – সবল – বেশি কর্মক্ষম চাকর তৈরি । ভালো অর্থেই বললাম । ডানপিটে ছেলেটা কঠোর নিয়মের মাঝে আবিষ্কার করে বসল এক মহাসত্য— নিয়ম ভাঙার মজা । জামাআতের সাথে মাগরিবের নামাজ পড়াটাও একটা নিয়ম ছিল সেখানে । আল্লাহ ছেলেটাকে মাফ করুন ।

আবারও ওই নিয়মের ভয়েই আইএসএসবি – তে গ্রিনকার্ড পেয়েও গেল না ছেলেটা । ভার্সিটি লাইফ এনজয় করতে হবে তো । ফ্রেন্ডস – আড্ডা – ঘোরাঘুরি – বিপরীত লিঙ্গের সান্নিধ্য — এসব ছেড়ে আর্মিতে গিয়ে যৌবন বরবাদ করার কোনো মানে হয় ? শেষমেশ স্বপ্নের ঢাবি ক্যাম্পাসে কাঙ্ক্ষিত সাবজেক্ট ( জেনেটিক্স ) না পেয়ে একপ্রকার হতাশ হয়েই ভর্তি হলো ঢাকার এক সরকারি কসাইখানায় । কাহিনি শুরু হচ্ছে এখন .

প্রথম ফোঁটা :

‘ বাবা , এদিকে আয় , দেখে যা

জি আব্ব , আসছি …

এই দ্যাখ , এই লোকটা ডাক্তার । দ্যাখ কীভাবে অন্য ধর্মগ্রন্থ থেকে রেফারেন্স দেয় । একদম মুখস্থ । শোন একটু “

তাই নাকি ? আচ্ছা লোক তো !

টিভিতে দাড়িওয়ালা , কোট – টাই পরা হালকা – পাতলা গড়নের এক লোক । স ’ উচ্চারণে একটু সমস্যা , নাম্বার ওয়ান ’ বলার সময় বুড়ো আঙুল আগে তোলে । খ্রিস্টান পাদরি যেন আজন্ম – বোবা , হিন্দু পণ্ডিত যেন পালাতে পারলে বাঁচে । ছেলেটা মুগ্ধ হয়ে দেখে আর ভাবে — আমিও তো ডাক্তারি পড়ি , আমিও তো পারি এমন করে মানুষের হিদায়াতের উসিলা হতে ।

ছেলেটা কল্পনায় স্টেজে লোকটার জায়গায় নিজেকে ভাবে । নাম্বার ওয়ান ’ বলার সময় বুড়ো আঙুল আগে দিয়ে । পটাপট বলে চলে বাইবেল – গীতা – ঋগবেদ কুরআনের চ্যাপ্টার – ভার্স নাম্বার । আমাদের ছেলেটার কুরআনের অনুবাদ পড়ার আগেই ‘ ইংরেজি একটা বাইবেল ’ আর ‘ গসপেল অব বার্নাবাস ’ শেষ হয়ে গেল । ডাউনলোড হয়ে গেল বেদের সব খণ্ডই , ‘ আফ্রিকান ধর্মগুলোর পবিত্র শ্লোক আর ‘ প্রাচীন চৈনিক ধর্মপুস্তক । ডেড সি স্কুল ’ নিয়ে দিবাস্বপ্ন দেখত , আর সুরিয়ানি ভাষায় ( আরামায়িক , ইসা আলাইহিস সালাম – এর নিজের ভাষা ) লিখত খাতার মলাটে নিজের নাম । এভাবেই চলছিল ফার্স্ট ইয়ারের সোনালি দিনগুলো ।

ভালো চাকর হবার প্রতিযোগিতা কেড়ে নিল সব । সঅঅঅব । ভয়ংকর সব বই , হােস্টেল লাইফ আর কিন্নরী হাসিগুলো ‘ আসল ’ রাস্তায় ফিরিয়ে নিল ছেলেটাকে । হঠাৎ একদিন দেখল , ভার্সিটি লাইফ যতটা হৈ – হুল্লোড় হবার কথা ছিল , অতটা আর হচ্ছে না । মেডিকেল কলেজের টিচারদের কড়া শাসন আর প্রথম ব্যাচের হম্বিতম্বিতে সব বরবাদ হচ্ছে , কিন্ডারগার্টেন বানিয়ে ফেলেছে একদম । এভাবে তো আর চলে । এই প্রেসার থেকে উত্তোরণের পথও পাওয়া গেল — ছাত্ররাজনীতি । সীনা টান টান করে হাঁটা । টিচার – সিনিয়র – জুনিয়রদের সমীহের দৃষ্টি , দাবি – আন্দোলনের অ্যাডভেঞ্চার । হুমমম , চেতনার ডিলারশিপ নিয়ে নিল ছেলেটা । কেন রাজনীতিতে আসতে চাচ্ছে , বড়ভাইয়ের এই প্রশ্নের উত্তরে ছেলেটি জবাব দিয়েছিল — ‘ ভাই , আমি ইঁদুরের মতো বাঁচতে চাই না ।

আর চেতনার সাথে একটু এসব না হলে চলে ? এসবের সাথে একটু ‘ ওসব ’ না হলেও ‘ সেসব ’ তো লাগেই । না হলে রাজনীতি জমেই না মোটে ।