ঢাকা , শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
পানছড়ি ফুটবল এসোসিয়েশন এর আয়োজনে ক্রীড়া সামগ্রী বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা ও পথসভা অনুষ্ঠিত!  বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পানছড়িতে মিছিল ও সমাবেশ টেকনাফে প্লাস্টিকের প্যাকেটের ভেতর থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার- ৩ জন পলাতক-১ জন পানছড়িতে জামায়াতে ইসলামীর মোহাম্মদ পুর ইউনিটের আয়োজনে  সাধারণ সভা অনুষ্ঠিত বিজিবির বিশেষ অভিযানে ২০ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক ভিপি নুরকে দেখতে ঢামেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেত্রকোনা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী তৃনমুল দল বিএনপির আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন। ‘ঐক্যবদ্ধ বিএনপি গড়তে হবে’—খাগড়াছড়িতে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে নেতাদের আহ্বান

আটপাড়ায় ঈদের রাতে যুবকের গলা কেটে হত্যার চেষ্টা

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ 

 

নেত্রকোণার আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নের দশভাগিয়া গ্রামে ঈদের রাতে মোশাররফ হোসেন (৩২) নামে এক যুবককে গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে, যা পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

 

সোমবার (৩১ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে স্থানীয় দোকানে কয়েল কিনতে গিয়েছিলেন মোশাররফ। এ সময় একই গ্রামের শাহ আলম (৩৫) আকস্মিকভাবে তার গলায় ধারালো ছুরি চালিয়ে দেয়। মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন মোশাররফ। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

প্রত্যক্ষদর্শী দোকানদার রসুল মিয়া জানান, “মোশাররফ আমার দোকানে কয়েল কিনতে এলে শাহ আলম হঠাৎ ছুরি বের করে তার গলায় আঘাত করে এবং দ্রুত পালিয়ে যায়। উপস্থিত লোকজন সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যান।”

 

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে শাহ আলম একই গ্রামের সুরুজ আলী ফকিরের স্কুলপড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। মোশাররফ প্রতিবাদ করায় তাদের মধ্যে শত্রুতা তৈরি হয়। ঘটনার ১০ দিন আগে শাহ আলম প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দেয়, যা শেষ পর্যন্ত ঈদের রাতে বাস্তবায়নের চেষ্টা করে।

 

গুরুতর আহত মোশাররফের গলায় ৪০টি সেলাই পড়েছে। তিনি এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, শাহ আলম দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত। এমনকি, সে নিজের বাবা-মাকেও বাড়ি থেকে বের করে দিয়েছে।

 

আটপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, “আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি এবং তদন্ত কার্যক্রম চলছে। তবে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।”

 

এলাকাবাসী দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে দোষী ব্যক্তিকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হয় এবং এলাকায় শান্তি বজায় থাকে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

পানছড়ি ফুটবল এসোসিয়েশন এর আয়োজনে ক্রীড়া সামগ্রী বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আটপাড়ায় ঈদের রাতে যুবকের গলা কেটে হত্যার চেষ্টা

আপডেট টাইমঃ ০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ 

 

নেত্রকোণার আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নের দশভাগিয়া গ্রামে ঈদের রাতে মোশাররফ হোসেন (৩২) নামে এক যুবককে গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে, যা পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

 

সোমবার (৩১ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে স্থানীয় দোকানে কয়েল কিনতে গিয়েছিলেন মোশাররফ। এ সময় একই গ্রামের শাহ আলম (৩৫) আকস্মিকভাবে তার গলায় ধারালো ছুরি চালিয়ে দেয়। মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন মোশাররফ। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

প্রত্যক্ষদর্শী দোকানদার রসুল মিয়া জানান, “মোশাররফ আমার দোকানে কয়েল কিনতে এলে শাহ আলম হঠাৎ ছুরি বের করে তার গলায় আঘাত করে এবং দ্রুত পালিয়ে যায়। উপস্থিত লোকজন সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যান।”

 

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে শাহ আলম একই গ্রামের সুরুজ আলী ফকিরের স্কুলপড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। মোশাররফ প্রতিবাদ করায় তাদের মধ্যে শত্রুতা তৈরি হয়। ঘটনার ১০ দিন আগে শাহ আলম প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দেয়, যা শেষ পর্যন্ত ঈদের রাতে বাস্তবায়নের চেষ্টা করে।

 

গুরুতর আহত মোশাররফের গলায় ৪০টি সেলাই পড়েছে। তিনি এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, শাহ আলম দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত। এমনকি, সে নিজের বাবা-মাকেও বাড়ি থেকে বের করে দিয়েছে।

 

আটপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, “আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি এবং তদন্ত কার্যক্রম চলছে। তবে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।”

 

এলাকাবাসী দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে দোষী ব্যক্তিকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হয় এবং এলাকায় শান্তি বজায় থাকে।