ঢাকা , শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা-৩ মনোনীত প্রার্থীর কেন্দুয়া আলেম উলামাদের সাথে সৌজন্য সাক্ষাত  ——- ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় আপিলের রায় ৪ সেপ্টেম্বর মানুষের পাশে দাঁড়ানোই মগড়া বাঁধন সংগঠনের কাজ আটপাড়ায় নাজিরগঞ্জ বাজারে অবৈধ জুয়ার আসর নেত্রকোনার কলমাকান্দায় আনন্দপুরকে মডেল ইউনিয়নে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন দেশে যত বড় চাঁদাবাজই থাকুক, তাকে আইনের আওতায় আনা হবে। স্বারাষ্ট্র উপদেষ্টা পানছড়ি সীমান্তে ভারতীয় সালসা জব্দ নেত্রকোণা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ জুন-২০২৫ কার্যক্রমের ১ম দিনের কার্যক্রম সম্পন্ন মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও সহায়তা প্রদান সিধলী বাজারে বাপ্পি কবির ও যুবদল নেতার নেতৃত্বে ২৫-২৭ জনের সশস্ত্র হামলা

মদনে হাওর দখল করে মাছ চাষ, জেলেদের জীবিকা নির্বাহে বঞ্চিত।

আঙ্গুর হোসেন

মদন (নেএকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনার মদনের ফতেপুর ইউনিয়নের দেওসহিলা পিছনের হাওর দখল করে প্রায় এক কিলোমিটার জাল দিয়ে বেড়া দিয়ে অবাধে চলছে প্রভাবশালীদের মাছ চাষ।

এতে করে সরকার হারাচ্ছে রাজস্ব আয়, ও গরিব অসহায়, এলাকার সাধারণ জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ থেকে বঞ্চিত হচ্ছে।

ফতেপুর ইউনিয়নের দেওসহিলা গ্রামের মৃত আরশাদ উদ্দিনের ছেলে সজীব (৩৫),
জালাল উদ্দিন চৌধুরী ছেলে দিপু চৌধুরী (৪০),মৃত গাবর আলী চৌধুরীর ছেলে মঞ্জু চৌধুরী (৪৫) সরকারি জলমহল দখল করে, জাল দিয়ে বাঁধ সৃষ্টি করে মাছ চাষের করছে এ অভিযোগ।

জানা যায়, উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলা পিছনের তলার হাওরে এলাকার সবচেয়ে বড় একটি হাওর, এটি মগরা নদী থেকে সংযোগ হয়েছে।

পিছনের হাওর দখল করে জাল দিয়ে ঘেরাও করে মাছ চাষ করায়, বিঘ্ন ঘটছে নৌপথের যাতায়াত। দেওসহিলা গ্রামের নাম বলতে অনিচ্ছুক, অনেক জেলেরাই জানায়, হাওরে মাছ ধরতে বাধা, বর্ষা মৌসুমে হাওরে পানি আসায় মাছ ধরতে সহজ হতো, প্রতিনিয়ত মাছ ধরে জীবিকা নির্বাহ করতাম ,এখন হাওরের জলমহল নাকি তারা মাদ্রাসার কাছ থেকে ডেকে নিয়েছে।

প্রতি বছর এই জলমহল দখল করে নিয়ে প্রভাবশালী সজীব, মঞ্জ ,ও দিপু চৌধুরী, লাখ লাখ টাকার মাছ বিক্রি করে তারা, আমরা গরিব মানুষ মাছ ধরতে গেলে মারধর করে বাধা দেয়।

মৎস্যজীবীরা এ হাওর থেকে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতো। কিন্ত প্রভাবশালী মহল -মাদ্রাসার নাম ভাঙ্গিয়ে পিছনের তলার হাওরে জল দিয়ে বেড়া দিয়ে দখল করে নিয়েছে।

এ বিষয়ে দখল কারীর একজন, সজীব মিয়া বলেন, গত বছর ডেকে নিয়ে লছ হয়েছে, এবছর এলাকার জনগণই আমাদেরকে দিয়েছে হাওরে জাল দিয়ে বেড়া দিয়ে মাছ চাষ করার জন্য।

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, সামিউল হায়দার ( শফি) বলেন, দেওসহিলা গ্রামের কয়েকজন প্রতি বছর হাফিজি মাদ্রাসার কাছ থেকে ফর্তন নিয়ে মাছ চাষ করে আসছে শুনেছি।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান তিনি বলেন, সরকারি জলমহল অবৈধভাবে দখল করেছে, এ বিষয়টা নিয়ে উপজেলা (ইউএনও ) মহোদয় স্যারের সাথে কথা হয়েছে আমার, অচিরেই এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আঙ্গুর হোসেন

মদন (নেএকোনা) প্রতিনিধিঃ

তারিখ- ০১/০৮/২০২৩ ইং

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা-৩ মনোনীত প্রার্থীর কেন্দুয়া আলেম উলামাদের সাথে সৌজন্য সাক্ষাত  ——-

মদনে হাওর দখল করে মাছ চাষ, জেলেদের জীবিকা নির্বাহে বঞ্চিত।

আপডেট টাইমঃ ০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ আগস্ট ২০২৩

আঙ্গুর হোসেন

মদন (নেএকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনার মদনের ফতেপুর ইউনিয়নের দেওসহিলা পিছনের হাওর দখল করে প্রায় এক কিলোমিটার জাল দিয়ে বেড়া দিয়ে অবাধে চলছে প্রভাবশালীদের মাছ চাষ।

এতে করে সরকার হারাচ্ছে রাজস্ব আয়, ও গরিব অসহায়, এলাকার সাধারণ জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ থেকে বঞ্চিত হচ্ছে।

ফতেপুর ইউনিয়নের দেওসহিলা গ্রামের মৃত আরশাদ উদ্দিনের ছেলে সজীব (৩৫),
জালাল উদ্দিন চৌধুরী ছেলে দিপু চৌধুরী (৪০),মৃত গাবর আলী চৌধুরীর ছেলে মঞ্জু চৌধুরী (৪৫) সরকারি জলমহল দখল করে, জাল দিয়ে বাঁধ সৃষ্টি করে মাছ চাষের করছে এ অভিযোগ।

জানা যায়, উপজেলার ফতেপুর ইউনিয়নের দেওসহিলা পিছনের তলার হাওরে এলাকার সবচেয়ে বড় একটি হাওর, এটি মগরা নদী থেকে সংযোগ হয়েছে।

পিছনের হাওর দখল করে জাল দিয়ে ঘেরাও করে মাছ চাষ করায়, বিঘ্ন ঘটছে নৌপথের যাতায়াত। দেওসহিলা গ্রামের নাম বলতে অনিচ্ছুক, অনেক জেলেরাই জানায়, হাওরে মাছ ধরতে বাধা, বর্ষা মৌসুমে হাওরে পানি আসায় মাছ ধরতে সহজ হতো, প্রতিনিয়ত মাছ ধরে জীবিকা নির্বাহ করতাম ,এখন হাওরের জলমহল নাকি তারা মাদ্রাসার কাছ থেকে ডেকে নিয়েছে।

প্রতি বছর এই জলমহল দখল করে নিয়ে প্রভাবশালী সজীব, মঞ্জ ,ও দিপু চৌধুরী, লাখ লাখ টাকার মাছ বিক্রি করে তারা, আমরা গরিব মানুষ মাছ ধরতে গেলে মারধর করে বাধা দেয়।

মৎস্যজীবীরা এ হাওর থেকে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতো। কিন্ত প্রভাবশালী মহল -মাদ্রাসার নাম ভাঙ্গিয়ে পিছনের তলার হাওরে জল দিয়ে বেড়া দিয়ে দখল করে নিয়েছে।

এ বিষয়ে দখল কারীর একজন, সজীব মিয়া বলেন, গত বছর ডেকে নিয়ে লছ হয়েছে, এবছর এলাকার জনগণই আমাদেরকে দিয়েছে হাওরে জাল দিয়ে বেড়া দিয়ে মাছ চাষ করার জন্য।

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, সামিউল হায়দার ( শফি) বলেন, দেওসহিলা গ্রামের কয়েকজন প্রতি বছর হাফিজি মাদ্রাসার কাছ থেকে ফর্তন নিয়ে মাছ চাষ করে আসছে শুনেছি।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান তিনি বলেন, সরকারি জলমহল অবৈধভাবে দখল করেছে, এ বিষয়টা নিয়ে উপজেলা (ইউএনও ) মহোদয় স্যারের সাথে কথা হয়েছে আমার, অচিরেই এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আঙ্গুর হোসেন

মদন (নেএকোনা) প্রতিনিধিঃ

তারিখ- ০১/০৮/২০২৩ ইং