
গাজীপুর জেলা প্রতিনিধিঃ
কালিয়াকৈর টু মাওনা আঞ্চলিক মহাসড়কের বেহাল অবস্থার কারণে সড়ক দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে। সংকীর্ণ রাস্তা, অতিরিক্ত বাঁক ও বক্রতার কারণে বিপরীত দিক থেকে আসা যানবাহন সহজে দৃশ্যমান হয় না। এর সঙ্গে রয়েছে সিএনজি অটোরিকশা ও ভারী যানবাহনের (ট্রাক, কাভার্ড ভ্যান) অনিয়ন্ত্রিত চলাচল এবং অতিরিক্ত গতি—যা এই রাস্তাকে মৃত্যু ফাঁদে পরিণত করেছে।
এই পরিস্থিতির দ্রুত উন্নয়নের দাবি জানিয়ে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ), গাজীপুর জেলা শাখা স্থানীয় প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। সংগঠনের সভাপতি মো: রাকিব হাসান বলেন, “এই আঞ্চলিক মহাসড়কের এমন দুরবস্থায় সাধারণ মানুষ প্রতিদিন প্রাণ ঝুঁকিতে চলাচল করছে। আমরা ৭২ ঘণ্টার মধ্যে সংস্কার কাজ শুরুর দাবি জানাচ্ছি, তা না হলে আমরা বৃহত্তর কর্মসূচিতে যাবো।”
সাংগঠনিক সম্পাদক আদনান সামী বলেন, “এটি কেবল রাস্তাঘাটের বিষয় নয়—এটি মানুষের জীবন-মৃত্যুর বিষয় হয়ে দাঁড়িয়েছে। দায়িত্বশীল দপ্তরগুলোর এখনই ব্যবস্থা নেওয়া উচিত।”
এসময় আরও উপস্থিত ছিলেন নিসআ গাজীপুরের কার্যনির্বাহী সদস্য শান্ত, অর্ঘ, হাসান সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। তারা বলেন, শুধুমাত্র সংস্কার নয়, এই সড়কটিকে প্রশস্ত করতে হবে, বাঁকগুলো সরল করতে হবে এবং যানবাহন চলাচলে নিয়মশৃঙ্খলা আনতে হবে।
নিসআ নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। অন্যথায় জনগণের স্বার্থে তারা রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হবেন।