
নিজস্ব প্রতিবেদক
কবি
কবিতার চরণ যুগলে কবি,
হয়েছে প্রেমিক,নয়তো প্রতিবাদী।
সমাজের মানুষের চোখে কবি,
হয়েছে নাস্তিক,নয়তো অপরাধী।
কবির কবিতায় স্পর্শ করেছে
কলঙ্কের ঐ বিষাক্ত কালি,
কবিকে ঘিরে রেখেছে
সাম্রাজ্যবাদী চোরাবালি।
কবির কবিতার চরণে চরণে
যখনি বেজে ওঠে,
প্রতিবাদের দামা-মায় বিদ্রোহী সুর।
মনুষ্যত্ব প্রেমীদের কাছে তা হয়ে যায়,
অন্যায়কারী দের ধ্বংস করার অসুর।
প্রেমহীন দের কাছে কবি,
পাগলের মতোই গুরুত্ব পাবেনা কখনো
ফুল নিবেদন করোনা যতই।
তাই বলে কি থেমে গিয়েছে কবি,
পাইনি কি আর সোনালী ঊষার দেখা।
চিরকালই প্রতিবাদ করেছে কবি,
হয়ে নিঃসঙ্গ একা।