
আশরাফ ইলিয়াস
কখনো বলিনি আমি কবি
যদিও আমার ঔরসে আছে কিছু কবিতাসন্তান;
আমার অগোছালো সংসারে
তারা বেড়ে ওঠে বড়ই অযতনে।।
শব্দের তাড়নাতে জেগে উঠা কামনায়
জন্ম নেয় আমার অসংখ্য সন্তানেরা;
ক্ষুধা,প্রেম তৃষ্ণাকে ছুঁয়ে
তবু আসন্ন আরও কিছু শব্দের অঙ্কুর।।
শয্যাপাতে,নিদ্রায়,জাগরণে ডায়েরির পাতায়
কলমের ডগায় বেরিয়ে আসে ফোটা ফোটা বীর্য;
তৃতীয় বিশ্বের মতই নিয়ন্ত্রণহীন
আমার এই সংসারের জন্মহার।।
আমার কলমের ঔরসে ডায়েরীর জরায়ূতে
অনাগত আরও কিছু পূষ্টিহীন কবিতাসন্তান।।
✍️ লেখাসত্ত্বঃ আশরাফ ইলিয়াস
১৮/০৫/২০১৭ ইং