ঢাকা , শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
সেনাবাহিনীতে চাকরির প্রলোভন: বড়াইগ্রামে প্রতারণার মূল হোতা গ্রেফতার আটপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে  বৃক্ষ রোপন কর্মসূচি পালন:  ভোলাহাট উপজেলায় ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠি  খাগড়াছড়ি সীমান্তে আবারো পুশ ইন সবুজের সমারোহ গড়তে উল্টাছড়ি ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষ রোপন জাতিসংঘের সভায়, নাজাহা প্রধান দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছেন।  পানছড়িতে জাতীয় ফল মেলা-২০২৫ উৎযাপন। না-ফেরার দেশে চলে গেলেন মোঃ কৃতাব আলী প্রামাণিক গুরুদাসপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান: ৭০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক মূল নকশায় ফিরছে নজরুল বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত ভাস্কর্য ‘অঞ্জলি লহ মোর’

শর্তহীন স্বার্থহীন ভালবাসা”। —-সাইফুন্নাহার শিউলী

সাংবাদিক তৌফিকুর রহমান তাহের সুনামগঞ্জ জেলা সংবাদদাতা ::

 

আমি তোমাকে ভালোবাসি ঠিক ততটাই

যতটা ভালোবাসার পর আর ভালোবাসা যায়না

তবে তোমাকে আপন করে চাইনা

বিশ্বাস করো কখনোই চাইনা।

 

ঐযে দুরের আকাশ,চাঁদ,শুকতারা

ওদেরকে ও মানুষ ভালোবাসে,

কই তাদের তো কেউ ছুঁতে পর্যন্ত পারেনা

তবুও দূর থেকে শুধু দেখে দেখেই ভালোবাসে।

 

আমিও তোমাকে দূর থেকে শুধু দেখেদেখেই

এক আকাশ সমান ভালোবাসতে চাই,

চাঁদেরআলোর মতোই স্নিগ্ধ কোমল মমতায় তোমাকে জড়িয়ে রাখতে চাই,

শুকতারার মত ধ্যান করে তোমার নাম জপ করতে করতে রাত পোহাতে চাই।

 

আমি তোমাকে খুউব খুউব ভালোবাসি

এতটাই ভালোবাসি যার পরে আর ভালোবাসা যায়না।

তাইবলে আমি তোমাকে চাইনা, একেবারেই চাইনা।

কারন, কাছে পেয়ে গেলে ভালোবাসা বড় সহজ এবং সস্তা হয়ে যায়।দুর্লভ আর মনে হয়না,

আর স্পর্শে স্পর্শকাতর প্রেম তার স্নিগ্ধতা হারায়,

শর্তহীন,স্বার্ত্থহীন ভালোবাসা তখন আর থাকেনা।

 

আমি তোমাকে খুউব খুউব ভালোবাসি যতটা ভালোবাসার পর আর ভালোবাসা যায়না।

কিন্তু আমি তোমাকে আপন করে চাইনা বিশ্বাস কর কিংবা না কর,একেবারেই চাইনা।

 

প্রকাশকালঃ

সাইফুন

নেত্রকোনার কবি:–

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীতে চাকরির প্রলোভন: বড়াইগ্রামে প্রতারণার মূল হোতা গ্রেফতার

শর্তহীন স্বার্থহীন ভালবাসা”। —-সাইফুন্নাহার শিউলী

আপডেট টাইমঃ ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

সাংবাদিক তৌফিকুর রহমান তাহের সুনামগঞ্জ জেলা সংবাদদাতা ::

 

আমি তোমাকে ভালোবাসি ঠিক ততটাই

যতটা ভালোবাসার পর আর ভালোবাসা যায়না

তবে তোমাকে আপন করে চাইনা

বিশ্বাস করো কখনোই চাইনা।

 

ঐযে দুরের আকাশ,চাঁদ,শুকতারা

ওদেরকে ও মানুষ ভালোবাসে,

কই তাদের তো কেউ ছুঁতে পর্যন্ত পারেনা

তবুও দূর থেকে শুধু দেখে দেখেই ভালোবাসে।

 

আমিও তোমাকে দূর থেকে শুধু দেখেদেখেই

এক আকাশ সমান ভালোবাসতে চাই,

চাঁদেরআলোর মতোই স্নিগ্ধ কোমল মমতায় তোমাকে জড়িয়ে রাখতে চাই,

শুকতারার মত ধ্যান করে তোমার নাম জপ করতে করতে রাত পোহাতে চাই।

 

আমি তোমাকে খুউব খুউব ভালোবাসি

এতটাই ভালোবাসি যার পরে আর ভালোবাসা যায়না।

তাইবলে আমি তোমাকে চাইনা, একেবারেই চাইনা।

কারন, কাছে পেয়ে গেলে ভালোবাসা বড় সহজ এবং সস্তা হয়ে যায়।দুর্লভ আর মনে হয়না,

আর স্পর্শে স্পর্শকাতর প্রেম তার স্নিগ্ধতা হারায়,

শর্তহীন,স্বার্ত্থহীন ভালোবাসা তখন আর থাকেনা।

 

আমি তোমাকে খুউব খুউব ভালোবাসি যতটা ভালোবাসার পর আর ভালোবাসা যায়না।

কিন্তু আমি তোমাকে আপন করে চাইনা বিশ্বাস কর কিংবা না কর,একেবারেই চাইনা।

 

প্রকাশকালঃ

সাইফুন

নেত্রকোনার কবি:–