
আরিফ বিল্লাহ জামিল
হারিয়ে যাওয়া ডাক বিভাগের কর্মকর্তাদের নিয়ে লেখা।
——কবিতার নাম ——
—রাতের আঁধারে —
এম.মনসুর আলী রাতের আঁধারে,
অন্ধকারের মাঝে,
ঘুরে বেড়াই আমি,
অন্ধকার নামক, কালো চাদরের ভেতর।।
রাতের আঁধারে,
কাছে থেকে কেউ না চিনতে পারে,
কে আছে ঐ অন্ধকার নামক কালো চাদরের ভেতর।
রাতের আঁধারে,
অন্ধকারের মাঝে,
ঘুরে বেড়াই আমি,
অন্ধকার নামক,
কালো চাদরের ভেতর।
রাতের আঁধারে,
হারিকেন হাতে,
ঘুরে বেড়াই আলোর সন্ধানে,
রাতের আঁধারে,
ভাবুক মনসুর আলী বলে
রাতের অন্ধকার ঘুচিবে কীসের ফলে?
ফুটফুটে চাঁদের আলোয় ঘুচিবে রাতের অন্ধকার,
চলমান সময়ের স্রোত।
রাতের আঁধারে,
কতো মানুষের সপ্ন তুমি,
কাঁদে করে নিয়ে গেছো,
সফলতার পথে।।
রাতের আঁধারে,
কতো দুর্গম পথ পেরিয়ে,
হাঁসি ফিরিয়ে দিয়েছ,
কতো স্বজনের মুখে।।
রাতের আঁধারে,
নিজের জীবন বেচেছ,
খুবই অল্প দামে,
তবুও কতো স্বপ্ন পূরণ করে
পৌঁছে দিয়েছো,
হাজারো স্বজনের দুয়ারে।
রাতের আঁধারে,
অন্ধকারের মাঝে,
ঘুরে বেড়াই আমি,
অন্ধকার নামক,
কালো চাদরের ভেতর।।