
মোঃ সাহাবুল আলম
নাটোরের বড়াইগ্রাম ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জামাদি ও দেশীয় অস্ত্রসহ ১ জন ডাকাত আটক।
ইং-২০/১০/২০২৩ রাত অনুমান ০৯ঃ০০ ঘটিকার সময় রাজশাহীর মোহনপুর রেল স্টেশন এলাকা থেকে জনৈক শিশির এর ট্রাকে করে ডাকাতির উদ্দেশ্যে পাঁচ/ছয় জন ডাকাত পাবনার উদ্দেশ্যে রওয়ানা করে।
অত:পর ইং-২১/১০/২০২৩ তারিখ রাত অনুমান ০২. ১৫ ঘটিকার সময় রাজশাহী-পাবনা আঞ্চলিক মহাসড়কে ( নাটোর জেলার বড়াইগ্রাম থানার গোপালপুর ইউনিয়নের রাজাপুর ) পুলিশ চেকপোস্ট এ পৌঁছানোর পরে উক্ত ট্রাক থামানোর জন্য সিগন্যাল দেয়া হয়। এ সময় ট্রাকের ড্রাইভার জনৈক মোহাম্মদ আলী ট্রাক থামিয়ে তাতক্ষণিক দৌড়ে পালিয়ে যায়। ট্রাকে থাকা ডাকাত দলের অন্যান্য সদস্যরা এলোপাথাড়ি দৌড়ে পালানোর সময় মোঃ সাদ্দাম @ তুষার (৩০), পিতা- হেদায়েতুল্লাহ, গ্রাম- পশ্চিম গাড়াখোলা, থানা- মধুখালী, জেলা- ফরিদপুর’কে আটক করা হয়। এ সময় ডাকাতির উদ্দেশ্যে ব্যবহারের বিভিন্ন যন্ত্রপাতি ও দেশীয় অস্ত্রসহ ট্রাক উদ্ধারপূর্বক জব্দ করা হয়। অন্যান্য ডাকাতদের গ্রেফতারে অভিযান চলমান আছে।
উক্ত বিষয়ে বড়াইগ্রাম থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।