
নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনা জেলার নিখিলনাথ রোডে অবস্থিত জাহানারা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবনির্বাচিত সভাপতি হলেন নেত্রকোনা পৌরসভা ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ও দাতা সদস্য মোঃ হেলিম আহমেদ।
উক্ত বিদ্যালয়ের সভাপতি বেগম রোকেয়া অসুস্থতার কারণে গত ২৩ অক্টোবর পদত্যাগ করায় কমিটির সভাপতি পদটি পদশূন্য হয়ে যাওয়ার কারণে নেত্রকোনা সদর একাডেমী সুপারভাইজার এবং দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আবুল আউয়ালের উপস্থিতিতে গত ২৮ অক্টোবর সকাল ১১ ঘটিকায় ম্যানেজিং কমিটির ১১ জন সদস্যের উপস্থিতিতে ও সিদ্ধান্তে মোঃ হেলিম আহমেদ কে সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম শহিদুল ইসলামসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।
নবাগত সভাপতি হেলিম আহমেদ বলেন,এই বিদ্যালয়টি নেত্রকোনা শহরের অন্যতম একটি প্রতিষ্ঠান।এখানে দাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। পূর্বের সভাপতি অসুস্থ হওয়ায় পদত্যাগ করেছেন তাই আমাকে ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন সেজন্য তাদের কাছে এবং বিদ্যালয়ে কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে সভাপতি হিসেবে বিদ্যালয়ের ভালোমানের পড়াশোনা,মেয়েরা যেন ইভটিজিংয়ের শিকার না হয় সে দিকে কাউন্সিলর হিসেবে ও বিষয়টি লক্ষ্য রাখেছি এখন সভাপতি হিসেবে ও আরো গুরুত্ব দিয়ে দেখবো এবং বিদ্যালয়ের উন্নয়নের লক্ষ্যে কাজ করবো।