
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
মোঃ জাহিদুল ইসলাম বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি মিষ্টির দোকান সহ চার ব্যবসা
প্রতিষ্ঠানকে ১২০০০ টাকা জরিমানা করেছেন। ২২ শে জানুয়ারি দুপুরে উপজেলার রায়েন্দা বাজার পাঁচ রাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম উপজেলার পাঁচ রাস্তা এলাকায় নিউ সাতক্ষীরা মিষ্টির দোকানে মেয়াদ উত্তীর্ণ দই, ছানা, বাসি মিষ্টি জাতীয় খাবার রাখার অভিযোগে ৫ হাজার টাকা, আদি সাতক্ষীরা মিষ্টি ভান্ডারক ১ হাজার, মদিনা হোটেলকে ১ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় মুনিম ডায়াগনস্টিক সেন্টার কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম
সাংবাদিকদের বলেন যে সকল প্রতিষ্ঠানে রাষ্ট্রীয় আইন না মেনে নিজের ইচ্ছামত প্রতিষ্ঠান পরিচালনা করছে তাদের কে শুধুমাত্র জরিমানা করা হয়েছে।
এবং বাকিদেরকেও সতর্ক বার্তা দেয়া হয়েছে তিনি আরো বলেন
মিষ্টির দোকানে মিষ্টি উৎপাদনের উৎপাদন ডেট থাকা জরুরি, কারণ প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।
কখন মিষ্টি উৎপাদন করেছেন দোকানদার নিজেই বলতে পারেন না, কিছু মিষ্টির দোকানে মিষ্টিতে মৃত পোকা মাছি অবস্থায় পাওয়া গিয়েছে,
যা মানুষের সম্পূর্ণ স্বাস্থ্য ঝুঁকি রয়েছে।বিভিন্ন অনিয়মেের অভিযোগে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে। এ সময় ব্যবসায়ীরা ভবিষ্যতে এধরণের অনিয়ম না করার প্রতিশ্রুতি দিয়েছেন।
কোন ফার্মেসিতে যেন ভেজাল ওষুধ বিক্রি করতে না পারে তাই আমাদের অভিযান পরিচালনা করা, ভবিষ্যতে যদি এ ধরনের কোন সুনির্দিষ্ট তথ্য পেয়ে থাকি তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করিব।
এ সময় তার সাথে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রিয় গোপাল বিশ্বাস, ৩ নং রায়ন্দা ইউনিয়নের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা,অফিস স্টাফ,সেনেটারী কর্মকর্তা,পুলিশের একটি টিম,আনসার বাহিনীর সদস্যগন উপস্থিত ছিলেন।