
মোঃ সাগর,স্টাফ রিপোর্টার, ঢাকা
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট আগামী ১৪ মার্চ থেকে অনলাইনে বিক্রি শুরু হতে পারে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবারও সব অগ্রিম টিকিট বিক্রি হবে অনলাইনে, কাউন্টারে কোনো অগ্রিম টিকিট বিক্রি করা হবে না। ঈদযাত্রায় প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে বলে ধারণা করা হচ্ছে।
রেলওয়ে সূত্র জানায়, গত মঙ্গলবার রেল ভবনে রেলওয়ে মহাপরিচালকের সভাপতিত্বে ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। ঈদযাত্রার কর্মপরিকল্পনা অনুযায়ী ১৪ মার্চ মিলতে পারে ২৪ মার্চের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট।
এ পরিকল্পনা ঠিক থাকলে ট্রেনের ঈদযাত্রা শুরু হবে ২৪ মার্চ। এ ক্ষেত্রে ১৫ মার্চ ২৫ মার্চের, ১৬ মার্চ ২৬ মার্চের, ১৭ মার্চ ২৭ মার্চের, ১৮ মার্চ ২৮ মার্চের, ১৯ মার্চ ২৯ মার্চের এবং ২০ মার্চ ৩০ মার্চের অগ্রিম টিকিট বিক্রি হবে। এছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি হতে পারে।
জানা গেছে, প্রতিবছরের মতো এবারও ঈদযাত্রার বেশ কয়েকটি রুটে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হলেও এর সংখ্যা চূড়ান্ত হয়নি। যাত্রী চাহিদা অনুযায়ী রুট ও ট্রেনের সংখ্যা চূড়ান্ত করা হবে। ওই সভায় ট্রেনে অতিরিক্ত ইঞ্জিন ও কোচ যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। ঈদযাত্রায় ৩৬টি অতিরিক্ত কোচ যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এগুলোর মধ্যে পাহাড়তলী ওয়ার্কশপ থেকে কিছু মিটারগেজ এবং সৈয়দপুর ওয়ার্কশপ থেকে কিছু ব্রডগেজ কোচ আনা হবে।