ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
পূর্বধলায় ফারিয়া’র উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষ বাগান উদ্বোধন লালপুরে সেনা অভিযানে ইমু হ্যাকার ও মাদকসেবী কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেপ্তার সৌদি আরব মন্ত্রিসভা বিদেশীদের জন্য নতুন সম্পত্তির মালিকানা আইন অনুমোদন করেছে। ১৭ জুলাইয়ের সহিংসতার নেপথ্যে কাইয়ুম সরকার,বিদেশে বসেও চালাচ্ছেন অনলাইন রাজনীতি নড়াইলে যোগদানকৃত টিআরসিদের ব্যবহারিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করলেন এসপি সেনাবাহিনীর অভিযানে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে -৫ জন দালাল আটক নাজিরপুরে ‘ক্রিস্টমাস বাউন্স ব্যাক’ উদযাপন দিরাই উপজেলায় বিএনপি’র আহবায়ক কমিটি গঠনের প্রস্তুতি স্ত্রীর আত্মহত্যা, স্বামী গ্রেপ্তার: বড়াইগ্রামে হৃদয়বিদারক ঘটনা গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ 

বড়াইগ্রাম থানা হবে শান্তির আশ্রয়স্থল: ওসি গোলাম সারোয়ার

নিজস্ব প্রতিবেদক 

 

নাটোরের বড়াইগ্রাম থানাকে একটি আদর্শ ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার। সম্প্রতি রূপসী বাংলা টেলিভিশনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

ওসি গোলাম সারোয়ার বলেন, “বড়াইগ্রাম থানা একটি শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। এখানে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি কিংবা দুর্নীতিবাজের স্থান হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা কোনো আপস করবো না।”

তিনি আরও বলেন, “অপরাধী যে দলেরই হোক, তার পরিচয় বড় কথা নয়। সঠিক তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনা হবে। কেউ রেহাই পাবে না।”

গণমাধ্যম কর্মীদের ভূমিকার প্রশংসা করে ওসি বলেন, “সাংবাদিকরা যদি আমার পাশে থেকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করেন, তাহলে এই থানা এলাকাকে অপরাধমুক্ত করতে অনেকটাই সফল হবো। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সমন্বয় থাকলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।”

তিনি জানান, ইতোমধ্যে বড়াইগ্রাম থানা এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। তরুণ প্রজন্মকে সুরক্ষায় রাখতে মাদক নির্মূলে কোনো ছাড় না দেওয়ার নীতিতে কাজ করছে থানা পুলিশ। পাশাপাশি চাঁদাবাজি, মাটি উত্তোলনে ভেকুর (অবৈধ) ব্যবহার ও স্থানীয় দখলবাজদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওসি সারোয়ার আশাবাদ ব্যক্ত করেন, পুলিশের সঙ্গে জনগণ ও গণমাধ্যম একযোগে কাজ করলে বড়াইগ্রাম থানা হবে নাটোর জেলার মধ্যে একটি আদর্শিক, শান্তিপূর্ণ ও নিরাপদ এলাকা।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় ফারিয়া’র উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষ বাগান উদ্বোধন

বড়াইগ্রাম থানা হবে শান্তির আশ্রয়স্থল: ওসি গোলাম সারোয়ার

আপডেট টাইমঃ ১১:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক 

 

নাটোরের বড়াইগ্রাম থানাকে একটি আদর্শ ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার। সম্প্রতি রূপসী বাংলা টেলিভিশনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

ওসি গোলাম সারোয়ার বলেন, “বড়াইগ্রাম থানা একটি শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। এখানে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি কিংবা দুর্নীতিবাজের স্থান হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা কোনো আপস করবো না।”

তিনি আরও বলেন, “অপরাধী যে দলেরই হোক, তার পরিচয় বড় কথা নয়। সঠিক তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনা হবে। কেউ রেহাই পাবে না।”

গণমাধ্যম কর্মীদের ভূমিকার প্রশংসা করে ওসি বলেন, “সাংবাদিকরা যদি আমার পাশে থেকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করেন, তাহলে এই থানা এলাকাকে অপরাধমুক্ত করতে অনেকটাই সফল হবো। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সমন্বয় থাকলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।”

তিনি জানান, ইতোমধ্যে বড়াইগ্রাম থানা এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। তরুণ প্রজন্মকে সুরক্ষায় রাখতে মাদক নির্মূলে কোনো ছাড় না দেওয়ার নীতিতে কাজ করছে থানা পুলিশ। পাশাপাশি চাঁদাবাজি, মাটি উত্তোলনে ভেকুর (অবৈধ) ব্যবহার ও স্থানীয় দখলবাজদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওসি সারোয়ার আশাবাদ ব্যক্ত করেন, পুলিশের সঙ্গে জনগণ ও গণমাধ্যম একযোগে কাজ করলে বড়াইগ্রাম থানা হবে নাটোর জেলার মধ্যে একটি আদর্শিক, শান্তিপূর্ণ ও নিরাপদ এলাকা।