
মোজাম্মেল হক দিনাজপুর জেলা প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের ২০ শে মে মঙ্গলবার দুপুরে ভাবকী খ্রিস্টায়ান কেজি প্রাথমিক বিদ্যালয় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে,
অভিভাবক ও মা সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা শর্মিলা শীল,
অভিভাবক ও মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ১নং সদস্য, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি মনজুরুল ইসলাম,বক্তব্যে তিনি বলেন
সম্মানিত অভিভাবক, প্রিয় মা-বোনেরা, শিক্ষকমণ্ডলী এবং উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।আজকের এই গুরুত্বপূর্ণ সমাবেশে আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই আমাদের আদিবাসী জনগোষ্ঠীর কথা। তারা আমাদের সমাজের এক অবিচ্ছেদ্য অংশ। তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ও ঐতিহ্য আমাদের জাতীয় বৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে।
আমি বিশ্বাস করি, আদিবাসী শিক্ষার্থীদের উন্নয়নে আমাদের আরও যত্নবান হতে হবে। তাদের জন্য শিক্ষা ও সংস্কৃতির উপযুক্ত পরিবেশ তৈরি করা আমাদের দায়িত্ব। এই শিক্ষাঙ্গন যেন সকল ছাত্রছাত্রীর জন্য সমান সুযোগের স্থান হয়—সেটাই আমরা চাই।
সম্মানিত অভিভাবকগণ, আপনাদের সহযোগিতা ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। আপনারা সন্তানদের প্রতি যত্নবান থাকবেন, এবং তাদের সকল জাতিগোষ্ঠীর প্রতি শ্রদ্ধাশীল হতে শেখাবেন—এই আশা রাখি। নিজেকে কখনো ছোট ভাববেন না, আপনার সন্তানদেরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন, নেশা থেকে দূরে রাখবেন, সন্তানদের প্রতি যত্নবান হবেন, এ সময় আরো উপস্থিত ছিলেন, মোঃ কামাল ইসলাম, মোঃ আবু সাঈদ
বিদ্যালয়ের সহকারী শিক্ষক পপি রানী সাহা, সহকারী শিক্ষক অনিল ঋষি, সহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন,