
ওমর ফারুক আহম্মদ, বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ
নেত্রকোনার বারহাট্টায় আলোচিত মুক্তি রানি বর্মণের হত্যা মামলায় একমাত্র আসামি মোঃ কাউসার মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৭ মে) দুপুরে জেলা দায়রা জজ মোঃ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করেন আদালত।মামলার বিবরণ জানা যায়, বারহাট্টা উপজেলার প্রেমনগর ছালিপুড়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মুক্তি রানি বর্মণ।সে ওই এলাকার দরিদ্র নিখিল বর্মণের মেয়ে।মেধাবী মুক্তি রানি বর্মণকে একই এলাকার বখাটে মোঃ কাওসার মিয়া স্কুল ও প্রাইভেট যাওয়া আসার সময় উত্যাক্ত করত।২০২৩ সালের ২ মে স্কুল শেষে বাড়ি ফেরার সময় বখাটে মোঃ কাওসার মিয়া প্রকাশ্যে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।মুক্তি রানি বর্মণের সহপাঠি সহ এলাকার লোকজন গুরুতর আহত মুক্তি রানিকে উদ্বার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।কিন্তুু উন্নত চিকিৎসার জন্য থাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা করে মুক্তি রানি বর্মণ মৃত ঘোঘণা করে।এ ঘটনায় ভিকটিমের নিখিল বর্মণ বাদী হয়ে বারহাট্টা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। এছাড়া একমাত্র আসামি মোঃ কাউসার মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন বিজ্ঞ পাবলিক পসিকিউটর আবুল হাসেম।