
সুমন চক্রবর্তী সাংবাদিক,
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৃথক অভিযানে সেতু ও ফুটপাত দখল করে ব্যবসা করায় ১০ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (২৮ মে) বিকেলে উপজেলা মোড় এলাকার মূল সেতুতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা। অভিযানে অবৈধভাবে ব্রিজের ফুটপাত দখল করে ফুটপাতে আনারস তাল, পেয়ারা, আচার,কাপড় বিক্রি করে জনদুর্ভোগ সৃষ্টি করায় ১০ জনকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।
সড়ক পরিবহন আইন ২০১৮ এবং স্থানীয় সরকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় এই জরিমানা করা হয়।একইসঙ্গে ফুটপাত থেকে এসব দোকান উচ্ছেদ করা হয়।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বলেন,অভিযুক্তরা সেতু দখল করে তাল, আনারস, পেঁপে পেয়ারাসহ অন্যান্য দোকান দিয়ে যাতায়াতের সমস্যা করছিল। সেগুলো নদীতে ফেলে নদীর পানি নষ্ট করছিলো। আজ সেগুলো অপসারণ করা হয়,জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান ধারাবাহিকতা অব্যাহত থাকবে।