
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে নওগাঁর মহাদেবপুর উপজেলায় কোরবানির পশু প্রস্ততের কাজে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। প্রতি বছর ঈদুল আযহায় মুসলিম ধর্মাবলম্বীরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু কোরবানি করে থাকেন। সেই উপলক্ষেই উপজেলার ছোট বড় খামারগুলো এখন গরু, ছাগল ও ভেড়া লালন-পালনে ব্যস্ত সময় পার করছে।
খামারিরা জানিয়েছেন, পশু গুলোকে তারা প্রাকৃতিক পদ্ধতিতে মোটাতাজা করে তুলছেন এবং বাজারে ভালো দামে বিক্রির প্রত্যাশা করছেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, এ বছর কোরবানি উপযোগী পশুর মধ্যে রয়েছে, ষাঁড় ১১ হাজার ৫৭০ টি,বলদ ৬ হাজার ৪৩৫ টি,গাভী ৫ হাজার ৭৯২ টি,ছাগল ৫২ হাজার ২৫৫ টি,ভেড়া ৮ হাজার ৭৬০ টি। সব মিলি য়ে মোট পশুর সংখ্যা ৮৪ হাজার ৮১২ টি,যা স্থানীয়ভাবে কোরবানির চাহিদা মিটিয়েও দেশের বিভিন্ন এলাকায় যোগান দিতে সক্ষম বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:মাহাবুব হাসান জানান,খামারিদের গবাদি পশু প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করার বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। এ কার্যক্রম চলমান রয়েছে এবং ঈদের আগ পর্যন্ত তা অব্যাহত থাকবে।