
তৌফিকুর রহমান তাহের সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
—সাইফুন্নাহার শিউলী
ওগো আকাশ এবারতো থামো
আর কত কাঁদো?
ভুবন ভুলানো এমনও মোহিনী সুরে,
কান্নার ওমন সুন্দর বৃষ্টি নাম,
তোমায় কে দিয়েছে?
কী দারুন উজাড় করে তুমি কাঁদো
গোটা পৃথিবীকে তোলপাড় করে,
তোমার কান্নার সুর
সবাইকে ভাসায়,সবাইকে জাগায়।
অথচ আমার কান্নার শব্দ নাই,
সুর নাই, অন্য কোন নাম নাই
তোমার মতো হৃদয় উজাড় করে,
সবাইকে ভাসিয়ে,সবাইকে জাগিয়ে,
অঝর ধারায় ঝরতে পারিনা
পৃথিবীও তোলপাড় হয়না,
কেউ জানেনা,কেউ শোনেনা।
নীরবে নিভৃতে এক আকাশ কান্না
শুধু আমায় কাঁদায়
শুধুই আমায় কাঁদায়।
নেত্রকোনার মেয়ে
এক আকাশ কান্না
সাইফুন /৩১/০৫/২৫ ইং