ঢাকা , রবিবার, ২২ জুন ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
চোরাকারবারী কে ধরতে গিয়ে ভারতে ঢুকে পড়া বিজিবি সদস্যেকে ফেরত দিয়েছে বিএসএফ  উদ্দীপন রহনপুর শাখার আওতায় কৈশোর কর্মসূচি উপজেলা পর্যায়ে উন্নয়ন মেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সুনামগঞ্জের শহীদ মিণারে বিজিবির অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় পণ্য আটক দিরাইয়ে সরমঙ্গল ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত  বিএনপির সভাপতি রুহুল আমিন ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) দায়িত্ব পালনের পথে প্রাণ গেল মমিনের — বাঁচার লড়াইয়ে ম্যানেজার শরিফুল অবৈধ মাটি কাটার বিরুদ্ধে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযান গুরুদাসপুরে বন্ধ হলো ভেকু সিন্ডিকেটের দৌরাত্ম্য ভোলাহাটে রাস্তার বেহাল অবস্থা ধানের চারা রোপণ করে প্রতিবাদ সেনাবাহিনীর সাহসী অভিযানে গুরুদাসপুরে সংঘবদ্ধ ডাকাতদলের ছক ভেস্তে গেল ডাকাতির আগেই গ্রেপ্তার ৬ জন, উদ্ধার খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্র নাটোরে সড়কে নিথর চার জীবন: একটি সন্ধ্যা বদলে দিল চারটি পরিবার

নাবালক সামুয়েলের বিরুদ্ধে অপবাদ, এলাকায় উত্তেজনা

oplus_32

 

রাজশাহী বিভাগীয় প্রধান সুমি পারভিন

 

নাটোরের বড়াইগ্রামে ষষ্ঠ শ্রেণির ছাত্র সাম সামুয়েল হালদারকে (১৩) মিথ্যা অপবাদ দিয়ে সেন্ট লুইস উচ্চ বিদ্যালয় থেকে বহিষ্কারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার দাদা লবা কার্লস রোজারিও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

 

অভিযোগে বলা হয়, ৩১ মে সকাল ৯টা ৩০ মিনিটের দিকে সামুয়েল স্কুলে যাওয়ার পথে পুকুরপাড়ে স্কুল ব্যাগ রেখে কিছু সময় ঘোরাঘুরি করে। এ সুযোগে পুকুর পাহারাদার মোঃ তফের আলী ব্যাগটি উদ্ধার করে অপবাদ ছড়ায় যে, সামুয়েল এক অজ্ঞাত মেয়ের সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত ছিল। পুকুর মালিক সুনিল কস্তা বেরাগীও এ অভিযোগ ছড়াতে ভূমিকা রাখেন।

 

পরে ব্যাগটি স্কুলে জমা দিলে কর্তৃপক্ষ কোনো তদন্ত ছাড়াই সামুয়েলকে বহিষ্কার করে। সাংবাদিকদের সঙ্গে কথা বললে সুনিল কস্তা বেরাগী বলেন, “আমি কিছু দেখিনি, প্রহরী তফের আলীর মুখে শুনেছি।” অভিযুক্ত তফের আলী প্রথমে ফোন রিসিভ করে দেখা করার আশ্বাস দিলেও পরে যোগাযোগ বিচ্ছিন্ন করেন।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু রায়ের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। গোপন সূত্রে জানা গেছে, তিনি ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।

 

এদিকে, স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বিবাদীরা যেভাবে সামুয়েলের নামে গুজব ছড়িয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। তারা শুধু আমাদের না, আরও অনেকের কাছেই এসব মিথ্যা কথা বলেছে।”

 

এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। সামুয়েলের দাদা লবা কার্লস রোজারিও বলেন, “মিথ্যা অপবাদের কারণে আমার নাতির ভবিষ্যৎ হুমকির মুখে।”

 

এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, “অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

চোরাকারবারী কে ধরতে গিয়ে ভারতে ঢুকে পড়া বিজিবি সদস্যেকে ফেরত দিয়েছে বিএসএফ 

নাবালক সামুয়েলের বিরুদ্ধে অপবাদ, এলাকায় উত্তেজনা

আপডেট টাইমঃ ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

 

রাজশাহী বিভাগীয় প্রধান সুমি পারভিন

 

নাটোরের বড়াইগ্রামে ষষ্ঠ শ্রেণির ছাত্র সাম সামুয়েল হালদারকে (১৩) মিথ্যা অপবাদ দিয়ে সেন্ট লুইস উচ্চ বিদ্যালয় থেকে বহিষ্কারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার দাদা লবা কার্লস রোজারিও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

 

অভিযোগে বলা হয়, ৩১ মে সকাল ৯টা ৩০ মিনিটের দিকে সামুয়েল স্কুলে যাওয়ার পথে পুকুরপাড়ে স্কুল ব্যাগ রেখে কিছু সময় ঘোরাঘুরি করে। এ সুযোগে পুকুর পাহারাদার মোঃ তফের আলী ব্যাগটি উদ্ধার করে অপবাদ ছড়ায় যে, সামুয়েল এক অজ্ঞাত মেয়ের সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত ছিল। পুকুর মালিক সুনিল কস্তা বেরাগীও এ অভিযোগ ছড়াতে ভূমিকা রাখেন।

 

পরে ব্যাগটি স্কুলে জমা দিলে কর্তৃপক্ষ কোনো তদন্ত ছাড়াই সামুয়েলকে বহিষ্কার করে। সাংবাদিকদের সঙ্গে কথা বললে সুনিল কস্তা বেরাগী বলেন, “আমি কিছু দেখিনি, প্রহরী তফের আলীর মুখে শুনেছি।” অভিযুক্ত তফের আলী প্রথমে ফোন রিসিভ করে দেখা করার আশ্বাস দিলেও পরে যোগাযোগ বিচ্ছিন্ন করেন।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু রায়ের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। গোপন সূত্রে জানা গেছে, তিনি ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।

 

এদিকে, স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বিবাদীরা যেভাবে সামুয়েলের নামে গুজব ছড়িয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। তারা শুধু আমাদের না, আরও অনেকের কাছেই এসব মিথ্যা কথা বলেছে।”

 

এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। সামুয়েলের দাদা লবা কার্লস রোজারিও বলেন, “মিথ্যা অপবাদের কারণে আমার নাতির ভবিষ্যৎ হুমকির মুখে।”

 

এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, “অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”