
নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৩ নং জোনাইল ইউনিয়ন মোটর শ্রমিক ফেডারেশন শাখা থেকে ঈদ উপলক্ষে অসচ্ছল শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন অফিস প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
ঈদের এই আনন্দঘন মুহূর্তে শ্রমিকদের পাশে দাঁড়ান সংগঠনের সম্মানিত সভাপতি আরিফুল ইসলাম আরিফ ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। দুজনেই সরাসরি উপস্থিত থেকে শ্রমিকদের হাতে ঈদের উপহার তুলে দেন। উপহারের মধ্যে ছিল সেমাই, চিনি ও আলু (পটেটো)—যা ঈদের খাবারের অন্যতম প্রধান অনুষঙ্গ।
সভাপতি আরিফুল ইসলাম আরিফ বলেন,
“ঈদের সময়টাতে কেউ যেন নিজেকে একা বা অবহেলিত মনে না করে—এই চেষ্টাই করেছি। শ্রমিক ভাইয়েরা আমাদের শক্তি। তাঁদের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের সার্থকতা।”
সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন,
“আমরা হয়তো বড় কিছু দিতে পারিনি, কিন্তু আন্তরিকতা দিয়ে যতটুকু পারা গেছে করেছি। ঈদের খুশি সবার জন্য হোক, এটাই আমাদের লক্ষ্য।”
উপহার পেয়ে অনেক শ্রমিক আবেগাপ্লুত হয়ে পড়েন। একজন শ্রমিক বলেন, “এই সংগঠন শুধু একটা ইউনিয়নের নাম নয়, এটা আমাদের পরিবার। ঈদের আগে এমন যত্ন পাওয়াটা আমাদের জন্য অনেক বড় আনন্দ।”
উল্লেখ্য, উপহারে চাল, ডাল বা ডাউল না থাকলেও, সেমাই-চিনি আর আলুর মতো ব্যবহারিক উপকরণগুলো ঈদের বিশেষ রান্নায় কাজ দেবে, যা শ্রমিকদের মাঝে বাস্তবিক উপকার এনে দিয়েছে।
শ্রমিকদের মুখে হাসি ফোটাতে এ ধরনের মানবিক উদ্যোগ সর্বত্র ছড়িয়ে পড়ুক—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।