ঢাকা , বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে সুনামগঞ্জে বিজিবি’র অভিযানে মালিক বিহীন ৯টি ভারতীয় অবৈধ গরু আটক ভোলাহাট উপজেলায় উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’র প্রচারণা ও কর্মশালা পরিচালনা তারেক রহমানের দেশে আসতে কোনো বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ফুলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত,পরিবারের পাশে উপজেলা প্রশাসন ছাতকে রাস্তা থেকে তুলে নিয়ে কিশোরীকে গণধর্ষন,গ্রেফতার১ ভালুকায় মাদকাসক্ত যুবককে উদ্ধার করলো, ফায়ার সার্ভিস মায়ের জানাযারে অংশ নিতে প্যারোলে মুক্তি, সাংবাদিক রূপা-শাকিল মদনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিনটি মামলা ও জরিমানা। নাটোরের সিংড়ায় উদ্ধারকৃত গোলাকাটা সেই নারীর পরিচয় সনাক্ত, গ্রেফতার ৪জন

ধানক্ষেতে পড়ে ছিল এক নারীর নিথর দেহ—চেনা গেল না মুখ, জানা গেল না নাম

 

নিজস্ব প্রতিবেদক,

 

একটি মুখ, যাকে কেউ আর চিনতে আসেনি। একটি শরীর, যার পাশে ছিল না কোনো আত্মীয় কিংবা স্বজন। নাটোরের সিংড়ায় ধানক্ষেতের নরম কাদায় নিঃসাড় পড়ে ছিল এক নারীর গলাকাটা নিথর দেহ—যার পরিচয় আজও অজানা।

 

সোমবার (৯ জুন) বিকেলটা যখন ধীরে ধীরে সন্ধ্যার দিকে এগোচ্ছে, তখনই ফলিয়া ব্রিজের পাশ দিয়ে হাঁটতে গিয়ে স্থানীয় এক বৃদ্ধ দেখেন ধানক্ষেতের কিনারে অচেনা এক নারীর রক্তাক্ত লাশ। সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে আতঙ্ক—খবর যায় সিংড়া থানা পুলিশে।

 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকার। কিছুক্ষণ পরই আসে সিআইডি ও পিবিআই-এর দল, আলামত সংগ্রহে নেমে পড়ে তারা। ধানক্ষেতের বাতাসে তখন কেবল লাশের নিঃশব্দ উপস্থিতি আর তদন্ত কর্মকর্তাদের ব্যস্ত পদচারণা।

 

বয়স আনুমানিক ৪৫, গলায় কাটা দাগ। মুখে ছিল না কোনো চিহ্ন, যা দিয়ে বলা যায়—এই ছিলেন অমুকের মেয়ে, স্ত্রী কিংবা মা। পরিচয়হীন এই নারীকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে।

 

সিংড়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, “আমরা এখনও তাঁর নাম বা পরিচয় জানতে পারিনি। তবে তদন্ত চলছে। আশা করি দ্রুতই কিছু জানতে পারব।”

 

শুধু প্রশ্ন থেকেই যায়—কারা ছিল এই নারীর আপনজন? কে বা কারা তাকে হত্যা করল? কেন? উত্তর মিলবে কি কখনো? নাকি আরেকটি অজানা নামহীন লাশ হিসেবেই হারিয়ে যাবে এই নারীর পরিচয়?

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

ধানক্ষেতে পড়ে ছিল এক নারীর নিথর দেহ—চেনা গেল না মুখ, জানা গেল না নাম

আপডেট টাইমঃ ০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক,

 

একটি মুখ, যাকে কেউ আর চিনতে আসেনি। একটি শরীর, যার পাশে ছিল না কোনো আত্মীয় কিংবা স্বজন। নাটোরের সিংড়ায় ধানক্ষেতের নরম কাদায় নিঃসাড় পড়ে ছিল এক নারীর গলাকাটা নিথর দেহ—যার পরিচয় আজও অজানা।

 

সোমবার (৯ জুন) বিকেলটা যখন ধীরে ধীরে সন্ধ্যার দিকে এগোচ্ছে, তখনই ফলিয়া ব্রিজের পাশ দিয়ে হাঁটতে গিয়ে স্থানীয় এক বৃদ্ধ দেখেন ধানক্ষেতের কিনারে অচেনা এক নারীর রক্তাক্ত লাশ। সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে আতঙ্ক—খবর যায় সিংড়া থানা পুলিশে।

 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকার। কিছুক্ষণ পরই আসে সিআইডি ও পিবিআই-এর দল, আলামত সংগ্রহে নেমে পড়ে তারা। ধানক্ষেতের বাতাসে তখন কেবল লাশের নিঃশব্দ উপস্থিতি আর তদন্ত কর্মকর্তাদের ব্যস্ত পদচারণা।

 

বয়স আনুমানিক ৪৫, গলায় কাটা দাগ। মুখে ছিল না কোনো চিহ্ন, যা দিয়ে বলা যায়—এই ছিলেন অমুকের মেয়ে, স্ত্রী কিংবা মা। পরিচয়হীন এই নারীকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে।

 

সিংড়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, “আমরা এখনও তাঁর নাম বা পরিচয় জানতে পারিনি। তবে তদন্ত চলছে। আশা করি দ্রুতই কিছু জানতে পারব।”

 

শুধু প্রশ্ন থেকেই যায়—কারা ছিল এই নারীর আপনজন? কে বা কারা তাকে হত্যা করল? কেন? উত্তর মিলবে কি কখনো? নাকি আরেকটি অজানা নামহীন লাশ হিসেবেই হারিয়ে যাবে এই নারীর পরিচয়?