
নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলায় পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো বাংলাদেশ সেনাবাহিনী। অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির বিরুদ্ধে পরিচালিত অভিযানে সেনাবাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে জনমনে স্বস্তি ফিরিয়েছে।
বাগাতিপাড়া উপজেলার স্যানালপাড়া গ্রামের বাসিন্দা এনামুল হকের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি কৃষিজমি কেটে অবৈধভাবে পুকুর খনন করছেন এবং সেই মাটি বাজারে বিক্রি করছেন। এমন অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই সেনাবাহিনীর টহল টিম ঘটনাস্থলে পৌঁছে খননকাজ বন্ধ করে দেয়। অভিযানে ভেকুর ব্যাটারী জব্দ করা হয় এবং ঘটনাস্থল ত্যাগের পূর্বে স্থানীয়দের অবহিত করা হয় যেন ভবিষ্যতে এমন কর্মকাণ্ড আর না ঘটে।
এদিকে লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের সেকচিলান গ্রামে চলমান আরেকটি অবৈধ খনন কার্যক্রমে সেনাবাহিনী অভিযানে নামে। ঘটনাস্থল থেকে চারটি ট্রাক্টর ও দুটি মোটরসাইকেল (হোন্ডা) জব্দ করে সেগুলো স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।
সেনাবাহিনীর এই সাহসিক ও ত্বরিত পদক্ষেপে সাধারণ মানুষ আশ্বস্ত হয়েছেন। এলাকার পরিবেশ সচেতন নাগরিকরা বলেন, “যেখানে প্রশাসন অনেক সময় নীরব থাকে, সেখানে সেনাবাহিনীর এমন ভূমিকা সত্যিই প্রশংসনীয়। এই অভিযান শুধু মাটি রক্ষাই নয়, আমাদের আশার আলো।”
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, কৃষিজমি রক্ষা ও পরিবেশ সুরক্ষার স্বার্থে তাদের এ ধরনের অভিযান চলমান থাকবে। দেশের মাটি ও মানুষের স্বার্থে এই পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা সচেতন নাগরিক সমাজের।