
মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা (প্রতিনিধি)
চাঁপাইনবাবগঞ্জের ২য় বৃহত্তম আমবাজার রহনপুর রেলস্টেশন আমবাজারে সোমবার সকাল থেকে আম কেনাবেচা বন্ধ রেখেছে আমচাষীরা।
আম আড়তগুলোতে সোমবার থেকে কমিশন নেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এ কর্মসূচি পালন করছে আমচাষীরা।সোমবার সকাল থেকে আমবাজারে আম ক্রয়-বিক্রয় বন্ধ হয়ে যাওয়ার আম নিয়ে বিপাকে পড়েছে দুর -দরান্ত থেকে আসা আমচাষীরা।
আমবাজার সরজমিন পরিদর্শন করে দেখা গেছে, আম কেনাবেচা বন্ধ থাকায় রহনপুর -ভোলাহাট আঞ্চলিক সড়কের দুপাশে শতশত আম ভর্তি ভ্যানগাড়ি দাঁড়িয়ে রয়েছে। এতে ওই সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা আমচাষী সমিতির সভাপতি মাইনুল বিশ্বাস জানান,গত ৫ জুন( বৃহস্পতিবার) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তকে অমান্য করে স্থানীয় আড়তদাররা সোমবার থেকে কমিশন নেয়া শুরু করায় আমরা আম কেনাবেচা বন্ধ রেখেছি।বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ না নিলে আমরা বৃহত্তর কর্মসূচিতে যাবো।
এ বিষয়ে রহনপুর আম আড়তদার সমবায় সমিতির সভাপতি আবদুল আজিজ জানান,গতকাল( রোববার) চাঁপাইনবাবগঞ্জের ৪ টি ও নওগাঁর ১ টি আমবাজারের আড়তদারগন সভা করে সোমবার থেকে কমিশন নেয়ার সিদ্ধান্ত গ্রহন করে । যা আজ( সোমবার) সকাল থেকে কার্যকর করা হয়েছে। আমরা কমিশনের মাধ্যমে আম ক্রয় অব্যাহত রেখেছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি জানান,আমরা দুপক্ষের সাথে কথা বলে বিষয়টির সমাধান করার চেষ্টা করছি।