
তৌফিকুর রহমান তাহের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::
সুনামগঞ্জ দিরাই থানা পুলিশের বিশেষ অভিযানে চোরে নেয়া মোটরসাইকেল উদ্ধারসহ ৩জনকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ।
আজ দিরাই থানা পুলিশের প্রেস রিলিজে জানা যায় দিরাই থানার চার্জ অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার দাস এর দিক নির্দেশনায় দিরাই এসআই (নি:) নিউটন মৃধা, এএসআই (নি:) সুব্রত পাল সঙ্গীয় ফোর্সসহ দিরাই থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দিরাই থানার মামলা নং-০৭, তারিখ-১১/০৬/২০২৫ খ্রি. ধারা-৩৮০ পেনাল কোড এর চোরে নেয়া বাজাজ কোম্পানীর কালো রংয়ের ১২৫ সিসির ডিসকোভার পুরাতন ০১ (এক) টি মোটর সাইকেল, যার ইঞ্জিন নং-JZZWCF 47571. চেচিস নং-MD2A15BZOCWF 94551.রেজিঃ নং-সিলেট-হ-১৩-৫৫২২. মূল্য অনুমান ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা উদ্ধার সহ বর্ণিত মামলার এজাহারনামীয় আসামী ১/আফাজ মিয়া (২৫), পিতা-মোঃ নুর মিয়া, সাং-ঘাগটিয়া (মরাখালী), দিরাই পৌরসভা, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ ও তদন্তে সন্দিগ্ধ আসামী ২/(হুসাইন আহমদ রুয়েল প্রকাশ ময়না মিয়া (২৩), পিতা-কুটি মিয়া, সাং-কালধর,ইউ/পি-জগদল, থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ,৩/ ফয়জুর রহমান (৩২), পিতা-আব্দুল মতিন, সাং-তেতৈয়া, ইউ/পি-কুলঞ্জ, থানা-দিরাই,সুনামগঞ্জ।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জনাব মো.আব্দুর রাজ্জাক বলেন,
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।