
গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুর উপজেলার নোড়া জুয়ারী এলাকায় গভীর রাতে সেনাবাহিনীর এক গোপন অভিযানে ধরা পড়লো এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
রাত আনুমানিক ১টা ১০ মিনিটে পরিচালিত এই বিশেষ অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ মোঃ শহিদুল ইসলাম (৪০), পিতা: মৃত সোনা মোল্লা—নামে একজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে। আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ আইনগত ব্যবস্থার জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, শহিদুল দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। তার কারণে এলাকার যুবসমাজ মাদকাসক্ত হয়ে পড়ছিল। সেনাবাহিনীর অভিযানে তার আটক হওয়ায় এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
একজন প্রবীণ গ্রামবাসী বলেন, “আমরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ। তারা না থাকলে আমাদের সন্তানদের রক্ষা করা অসম্ভব হয়ে যেত। এমন অভিযান যেন আরও হয়।”
সেনাবাহিনীর এই ধরনের নিয়মিত অভিযান এলাকায় মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি করছে আশার আলো।