
নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা ঠাকুরপাড়া গ্রামের বাসিন্দা মোঃ কৃতাব আলী প্রামাণিক আর নেই।
তিনি বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইহলোক ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মোঃ কৃতাব আলী প্রামাণিক ছিলেন একজন অত্যন্ত ধর্মপরায়ণ, সদালাপী ও শ্রদ্ধাভাজন ব্যক্তি। পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি তাঁর ছিল অগাধ নিষ্ঠা। ধর্মীয় মূল্যবোধ ও ন্যায়নীতিতে বিশ্বাসী এই মানুষটি সবার সঙ্গে সদ্ব্যবহার করতেন এবং সমাজে একজন অভিভাবকের ভূমিকা পালন করতেন।
তাঁর মৃত্যুতে এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সবাই দয়া করে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করবেন। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দেন –
আমিন। 🤲