
নিজস্ব প্রতিবেদক
১৯ জুন ২০২৫
সাহসিক অভিযান ও জনসচেতনতামূলক বার্তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। নাটোরের বড়াইগ্রাম উপজেলার চৌমহন এলাকায় সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভনে কোটি টাকার প্রতারণা চালিয়ে আসা এক দালাল চক্রের মূল হোতা অবশেষে ধরা পড়েছে।
বিশ্বাস আর স্বপ্নের আশ্রয়ে ভর করে জীবন গড়ার চেষ্টায় থাকা বহু তরুণকে প্রতারণার জালে ফেলে দিচ্ছিল এক ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে আব্দুল মজিদ নামে এক প্রতারককে হাতেনাতে গ্রেপ্তার করে।
তদন্তে জানা যায়, অভিযুক্ত মজিদ ‘সেনাবাহিনীর লোক’ পরিচয়ে মোহাম্মদ আশরাফ নামের এক তরুণকে সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১২ লক্ষ টাকা ঘুষ দাবি করে। এমনকি এর আগেও আরও কয়েকজনের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ঘটনার সত্যতা প্রমাণিত হলে সেনাবাহিনী আব্দুল মজিদকে বড়াইগ্রাম থানা পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সেনাবাহিনীতে নিয়োগ একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া—এখানে কোনো প্রভাব বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। সাধারণ জনগণকে কোনো দালালের ফাঁদে পা না দিয়ে নির্ধারিত নিয়মে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সতর্ক বার্তা:
প্রত্যেক তরুণের স্বপ্ন সত্যি হোক যোগ্যতার ভিত্তিতে, কোনো প্রতারণার আশ্রয়ে নয়। নিজের ভবিষ্যৎ নিজেই গড়ুন—সততার পথে হেঁটে।