ঢাকা , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাটোরের লালপুরে মোল্লাপাড়া চরে সেনা অভিযানে অস্ত্র ও মাদকসহ কাকনের ভায়রা গ্রেফতার বিশম্ভরপুরে মসজিদে নামাজরত অবস্থায় বড় ভাইয়ের ছোটভাই খুন নেত্রকোনা, আটপাড়ায় বিষ্ণুপুর গ্রামে দেবর ভাবিকে কুড়াল, দিয়ে মাথ্যায় আঘাত গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আটপাড়ায় উপর্যোপরি চুরিকাঘাতে এক বৃদ্ধ গুরুতর জখম পূর্বধলায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত দেশব্যাপী ষড়যন্ত্র ও প্রোপাগাণ্ডার বিরুদ্ধে গফরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ কলমাকান্দায় ২০ হাজার আকাশমণি ও ইউক্যালিপটাস চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয়ে শহীদদের স্মরণে জুলাই শহীদ ও শোক দিবস পালিত শোক সংবাদ

দায়িত্ব পালনের পথে প্রাণ গেল মমিনের — বাঁচার লড়াইয়ে ম্যানেজার শরিফুল

 

বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি 

নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার ৩ নম্বর জোনাইল ইউনিয়নে আজ শনিবার (২১ জুন ২০২৫), আনুমানিক দুপুর ১টার দিকে ঘটে গেল এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। টিএমএসএস (TMSS) এনজিওর মাঠপর্যায়ে কাজ করা দুই নিবেদিতপ্রাণ কর্মীর একজন—মাঠকর্মী মোঃ মমিন ইসলাম—ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। আর গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম।

টিএমএসএস-এর (এমআরএ সনদ নং-০০৭০৪-০০৪৭০-০০১০৫) জোনাইল শাখা থেকে প্রবাসীদের পাঠানো অর্থসহ নানা আর্থিক সেবা প্রদান করা হয়। আজ সকালে ওই শাখার ম্যানেজার শরিফুল ইসলাম (বাড়ি: বগুড়া) ও মাঠকর্মী মমিন ইসলাম (বাড়ি: রংপুর) একটি বড় লোনের গ্রাহকের বাড়ি পরিদর্শনে মোটরসাইকেলে রওনা দেন।

প্রত্যক্ষদর্শী রিপন জানান, পথিমধ্যে এক পথচারী হঠাৎ রোড পার হতে গেলে, তাকে বাঁচাতে গিয়ে চালক মমিন ইসলাম মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খান। ঘটনাস্থলেই প্রাণ হারান মমিন ইসলাম। পেছনে বসা ম্যানেজার শরিফুল ইসলাম গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

নিহত মমিন ইসলাম ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও পরিশ্রমী কর্মী। প্রান্তিক মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করে গেলেন তিনি।

এই করুণ ঘটনার খবরে জোনাইলসহ পুরো বড়াইগ্রাম উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও এলাকাবাসীরা বলছেন, “মমিন ভাই ছিলেন আমাদের পরিবারের একজন, তাঁর মতো মানুষের শূন্যতা পূরণ হবার নয়।”

এ যেন নিজের জীবন দিয়ে দায়িত্ব পালনের নিঃশব্দ কাহিনি।

আমরা নিহত মমিন ইসলামের রূহের মাগফিরাত কামনা করছি এবং ম্যানেজার শরিফুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করছি।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

নাটোরের লালপুরে মোল্লাপাড়া চরে সেনা অভিযানে অস্ত্র ও মাদকসহ কাকনের ভায়রা গ্রেফতার

দায়িত্ব পালনের পথে প্রাণ গেল মমিনের — বাঁচার লড়াইয়ে ম্যানেজার শরিফুল

আপডেট টাইমঃ ০৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

 

বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি 

নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার ৩ নম্বর জোনাইল ইউনিয়নে আজ শনিবার (২১ জুন ২০২৫), আনুমানিক দুপুর ১টার দিকে ঘটে গেল এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। টিএমএসএস (TMSS) এনজিওর মাঠপর্যায়ে কাজ করা দুই নিবেদিতপ্রাণ কর্মীর একজন—মাঠকর্মী মোঃ মমিন ইসলাম—ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। আর গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম।

টিএমএসএস-এর (এমআরএ সনদ নং-০০৭০৪-০০৪৭০-০০১০৫) জোনাইল শাখা থেকে প্রবাসীদের পাঠানো অর্থসহ নানা আর্থিক সেবা প্রদান করা হয়। আজ সকালে ওই শাখার ম্যানেজার শরিফুল ইসলাম (বাড়ি: বগুড়া) ও মাঠকর্মী মমিন ইসলাম (বাড়ি: রংপুর) একটি বড় লোনের গ্রাহকের বাড়ি পরিদর্শনে মোটরসাইকেলে রওনা দেন।

প্রত্যক্ষদর্শী রিপন জানান, পথিমধ্যে এক পথচারী হঠাৎ রোড পার হতে গেলে, তাকে বাঁচাতে গিয়ে চালক মমিন ইসলাম মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খান। ঘটনাস্থলেই প্রাণ হারান মমিন ইসলাম। পেছনে বসা ম্যানেজার শরিফুল ইসলাম গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

নিহত মমিন ইসলাম ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও পরিশ্রমী কর্মী। প্রান্তিক মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করে গেলেন তিনি।

এই করুণ ঘটনার খবরে জোনাইলসহ পুরো বড়াইগ্রাম উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও এলাকাবাসীরা বলছেন, “মমিন ভাই ছিলেন আমাদের পরিবারের একজন, তাঁর মতো মানুষের শূন্যতা পূরণ হবার নয়।”

এ যেন নিজের জীবন দিয়ে দায়িত্ব পালনের নিঃশব্দ কাহিনি।

আমরা নিহত মমিন ইসলামের রূহের মাগফিরাত কামনা করছি এবং ম্যানেজার শরিফুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করছি।