
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজিবপুরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছেন এক গরীব দম্পতি। সহায় সম্বল বিক্রি করে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু মাঝপথে থেমে যাওয়ার উপক্রম হয়েছে চিকিৎসা ব্যবস্থার। অর্থের অভাবে সু-চিকিৎসার ব্যাবস্থা করতে পারছে না ওই দম্পতি।
রাজিবপুর উপজেলার মরিচাকান্দি গ্রামের বাসিন্দা তারা। আব্দুল গণি ও তার স্ত্রী সুফিয়া খাতুন। উভয়ই ব্লাড ক্যান্সারে ভুগছেন।
ঢাকাতে কয়েক বার পরীক্ষা নিরিক্ষার পর তাদের ক্যান্সারে ধরা পরে।।
বর্তমানে তারা ময়মনসিংহের সিরাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আব্দুল গণি জানান,প্রথমে তার ক্যান্সার ধরা পরে। তাকে সেবাযত্ন করতে করতে তার স্ত্রী সুফিয়াও আক্রান্ত হয়ে পড়েছে।
গত কয়েক মাসে চিকিৎসার ব্যয়ভার বহন করতে সহায় সম্বলহীন হয়ে পরেছেন। নিয়মিত থেরাপি নিতে হয় তাদের। বাড়ির ভিটে ছাড়া আর কিছু নেই। তার সহধর্মিণী সুফিয়া খাতুন জানান দুই ছেলে দিনমজুরের কাজ করে সংসার চালান।আমাদের কারণে তারাও ভেঙ্গে পরেছে।
ওই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান কামরুল আলম বাদল জানান,দম্পতির যে অবস্থা তাদের জন্য আর্থিক সাহায্য ছাড়া কোন উপায় নেই।
তাদের সাহায্যের জন্য সকলের সহযোগিতার আহবান করেছেন তিনি।
আর্থিক সাহায্য পাঠাতে তার ব্যক্তিগত মোবাইল নম্বর ০১৯৫৪৬২০১১৮ (বিকাশ) যোগাযোগ করার জন্য আহবান করেছেন।