ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
নওগাঁয় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইউপি সদস্য নিহত  শাল্লায় মৎস্য অফিসে এক অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ  সিংড়ায় সেনাবাহিনীর অভিযান: ২ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস কলমাকান্দায় ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক সৌদি আরব প্রবাসীদের জন্য নতুন দক্ষতা-ভিত্তিক কর্মপরিকল্পনা চালু করেছে। এডিপির অর্থায়নে আটপাড়া উপজেলা সুমাইখালী খালে অভয়াশ্রম স্থাপন সাংগঠনিক সভা করেছে পানছড়ি স্বেচ্ছাসেবক দল সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করতে চায় এনসিপি নেতারা  লালপুরে সেনাবাহিনীর অভিযানে পদ্মা নদীর পাড়ে অবৈধ মাটি উত্তোলন বন্ধ — কৃষকের মুখে স্বস্তির হাসি

বড়াইগ্রামে বাবাকে হত্যার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

Oplus_131072

 

বড়াইগ্রাম প্রতিনিধি

 

নাটোরের বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর গ্রামে ব্যক্তি মালিকানাধীন জমিতে জোর করে রাস্তা নির্মাণ করতে গিয়ে বাধা দেওয়ায় ৯০ বছর বয়সী এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় ওই পরিবারের আরও তিন সদস্য আহত হন।

আহত মুরাদ আলী ওরফে কালু হাজির ছেলে মোঃ আব্দুল হাই বলেন,
“৩০ জুন সকাল সাড়ে আটটার দিকে নুহু ও তার লোকজন আমাদের জমিতে জোর করে রাস্তা নির্মাণ করতে থাকে। আমার বাবা বাধা দিতে গেলে তারা ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।”

তিনি আরও বলেন,
“আমার ভাই ও ভাবি বাবাকে ধরতে গেলে তাদেরও মারধর করা হয়। এমনকি আমার মাকেও আঘাত করে। বর্তমানে বাবা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ভাই-ভাবি বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। আমরা থানায় মামলা করেছি, কিন্তু এখনো কোনো আসামিকে আটক করা হয়নি।”

আব্দুল হাই আরও জানান,
“এই রাস্তা নিয়ে আগেও মামলা হয়েছে। কিছুদিন আগে থানায় অভিযোগও দিয়েছি। তারপরও আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। এখন পরিবার নিয়ে আমরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছি।”

তথ্যসূত্রে স্থানীয়রা জানান, অভিযুক্ত নুহুর বিরুদ্ধে এলাকায় জমি দখলসহ একাধিক অভিযোগ রয়েছে।

এই বর্বর হামলার বিচার দাবিতে মঙ্গলবার বড়াইগ্রামের লক্ষ্মীকোলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী পরিবার। তারা বলেন, অপরাধীরা প্রকাশ্যে হত্যাচেষ্টা চালিয়েও এখনো ধরা-ছোঁয়ার বাইরে, যা প্রশাসনিক ব্যর্থতা। দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইউপি সদস্য নিহত 

বড়াইগ্রামে বাবাকে হত্যার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট টাইমঃ ১২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

 

বড়াইগ্রাম প্রতিনিধি

 

নাটোরের বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর গ্রামে ব্যক্তি মালিকানাধীন জমিতে জোর করে রাস্তা নির্মাণ করতে গিয়ে বাধা দেওয়ায় ৯০ বছর বয়সী এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় ওই পরিবারের আরও তিন সদস্য আহত হন।

আহত মুরাদ আলী ওরফে কালু হাজির ছেলে মোঃ আব্দুল হাই বলেন,
“৩০ জুন সকাল সাড়ে আটটার দিকে নুহু ও তার লোকজন আমাদের জমিতে জোর করে রাস্তা নির্মাণ করতে থাকে। আমার বাবা বাধা দিতে গেলে তারা ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।”

তিনি আরও বলেন,
“আমার ভাই ও ভাবি বাবাকে ধরতে গেলে তাদেরও মারধর করা হয়। এমনকি আমার মাকেও আঘাত করে। বর্তমানে বাবা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ভাই-ভাবি বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। আমরা থানায় মামলা করেছি, কিন্তু এখনো কোনো আসামিকে আটক করা হয়নি।”

আব্দুল হাই আরও জানান,
“এই রাস্তা নিয়ে আগেও মামলা হয়েছে। কিছুদিন আগে থানায় অভিযোগও দিয়েছি। তারপরও আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। এখন পরিবার নিয়ে আমরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছি।”

তথ্যসূত্রে স্থানীয়রা জানান, অভিযুক্ত নুহুর বিরুদ্ধে এলাকায় জমি দখলসহ একাধিক অভিযোগ রয়েছে।

এই বর্বর হামলার বিচার দাবিতে মঙ্গলবার বড়াইগ্রামের লক্ষ্মীকোলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ভুক্তভোগী পরিবার। তারা বলেন, অপরাধীরা প্রকাশ্যে হত্যাচেষ্টা চালিয়েও এখনো ধরা-ছোঁয়ার বাইরে, যা প্রশাসনিক ব্যর্থতা। দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।