
সিংড়া উপজেলা প্রতিনিধি
নাটোর | ০৪ জুলাই ২০২৫
নেশার বিষে ধ্বংস হচ্ছিল একটি প্রজন্ম। ঠিক সেই মুহূর্তে তৎপর হলো দেশের গর্ব সেনাবাহিনী।
নাটোরের সিংড়া উপজেলার কলম বাজার এলাকায় গাঁজা বিক্রির সময় হাতে-নাতে আটক করা হলো এক নারী মাদক কারবারিকে।
গোপন সংবাদের ভিত্তিতে ৪ জুলাই ২০২৫, সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে লাইলী আক্তার (৩১) নামের ওই নারীকে আটক করে। তিনি স্থানীয়দের কাছে প্রকাশ্যে গাঁজা বিক্রি করছিলেন। অভিযানে তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ২৫ গ্রাম গাঁজা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কলম বাজার এলাকায় কিছু মানুষ গোপনে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। এ নিয়ে এলাকাবাসীর উদ্বেগ বাড়ছিল। সেনাবাহিনীর এমন পদক্ষেপে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।
আটককৃত লাইলী আক্তার, স্বামী তৌহিদুল ইসলাম—তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
একটি প্রশ্ন রেখে যাচ্ছে এই অভিযান—
কে রক্ষা করবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ছোবল থেকে?
জবাব একটাই— সচেতন সমাজ ও সাহসী রা
ষ্ট্রীয় বাহিনী।