
লালপুর উপজেলা প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর তীরবর্তী কৃষিজমিতে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ঘটনায় স্বস্তি ফিরেছে কৃষকের মুখে, ফিরে এসেছে তাদের ফসল রক্ষার আশ্বাস।
গোপন সংবাদের ভিত্তিতে ৭ জুলাই রাত আনুমানিক ১টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল পদ্মা নদীর চরে অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একটি এক্সকাভেটরের (ভেকু) মাধ্যমে চাষযোগ্য উর্বর জমি থেকে রাতের আঁধারে মাটি কেটে নেয়া হচ্ছে। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাটি চোর চক্র সটকে পড়ে।
পরদিন সকালে সেনা টহল দল আবারও এলাকায় যায় এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। সেনাবাহিনীর দৃঢ়, শান্তিপূর্ণ ও মানবিক ভূমিকা দেখে এক্সকাভেটরের মালিক স্বেচ্ছায় মেশিনটি সরিয়ে নিতে বাধ্য হন।
স্থানীয় কৃষকরা জানান, ওই জমিগুলোতে চলতি মৌসুমে বাদাম চাষ হয়েছিল। কিন্তু যেভাবে মাটি কাটা হচ্ছিল, তাতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি ফসল উৎপাদন মারাত্মক হুমকিতে পড়ে। সেনাবাহিনীর উদ্যোগে জমি রক্ষা হওয়ায় তারা গভীর স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এলাকার প্রবীণ কৃষক আব্দুল জলিল বলেন, “এটা শুধু জমি নয়, আমাদের পরিবারের জীবন-জীবিকার উৎস। সেনাবাহিনী না আসলে হয়তো এই জমি আর থাকত না।”
সেনাবাহিনীর এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকা জনস্বার্থ রক্ষায় এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।