
সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরেরসিংড়া উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইমু হ্যাকার ও প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গত ১১ জুলাই (বুধবার দিবাগত রাত ১টার দিকে) সিংড়া উপজেলার হাতিয়ানদা ইউনিয়নের মরা পাতিয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সামাজিক যোগাযোগমাধ্যম—বিশেষ করে ইমু অ্যাপ ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনাকারী দুইজনকে আটক করা হয়।
আটককৃতদের পরিচয়: ১। জয়, পিতা—মৃত বেলায়েত
২। শামীম, পিতা—আব্দুল মান্নান
অভিযানকালে তাদের কাছ থেকে প্রযুক্তিনির্ভর প্রতারণার কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়। জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে—
৪টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ৩টি বাটন মোবাইল ৩০টি অতিরিক্ত সিমকার্ড
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের সিংড়া থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সেনাবাহিনীর এই তৎপরতায় এলাকায় সাইবার ও কিশোর অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।