
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার আটপাড়ায় প্রশাসন বিদ্যানিকেতন নামে বিদ্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চত্বরে বি এ ডি সি পুরাতন ভবনকে ঘিরে দীর্ঘদিন আবুল হোসেন আহম্মেদ এডুকেশন গার্ডেন নামে পরিচালিত হয়ে আসছিল এই প্রতিষ্ঠানটি। সময়ের প্রয়োজনে উপজেলায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে জেলা প্রশাসক বনানী বিশ্বাস এঁর দিকনির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার রুয়েল সাংমার ঐকান্তিক প্রচেষ্টায় নাম পরিবর্তন করে নতুন আংগিকে প্রতিষ্ঠানটি নবযাত্রা শুরু করল।বিদ্যালয়টি প্লে হতে ৬ষ্ট শ্রেণি পর্যন্ত পাঠদান অনুষ্ঠিত হবে।
উপজেলা প্রশাসন বিদ্যানিকেতন নব উদ্যমে শুভ উদ্বোধন করেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস। এসময় আরো উপস্থিত ছিলেন শিক্ষা বান্ধব নির্বাহী অফিসার রুয়েল সাংমা, উপজেল সহকারী কমিশনার ভূমি নিলুফার ইয়াসমিন, অফিসার ইনচার্জ আশ্রাফুজ্জামান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সাফায়েত হোসাইন সিদ্দিকী, প্রতিষ্ঠাতা জুলফিকার আহম্মেদ, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল কদ্দুস,সহকারী শিক্ষক গৌতম চক্রবর্ত্তী বলাই, আমির খসরু স্বপন,শফিকুল ইসলাম শফিক,আনোয়ার হোসেন সহ প্রতিষ্ঠানের শিক্ষক,অভিবাক,ছাত্র ছাত্রীবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ প্রমূখ।
প্রতিষ্ঠানটি নতুন আংগিকে নবউদ্যমে যাত্রা শুরু হওয়ায় বিদ্যালয়টি শিক্ষার মান উন্নয়নে উপজেলা পর্যায়ে ভূমিকা রাখবে বলে মনে করছেন উপজেলাবাসী।