
মোজাম্মেল হক, বীরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের কাহারোল উপজেলা কান্তজীউ মন্দির প্রাঙ্গণ, ২৮ শে ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টির সম্মানিত ট্রাস্টর, কান্তজীউ মন্দির পরিদর্শন উপলক্ষ্যে, হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ, সুধীজন ও ভক্তবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে,
অনুষ্ঠানে সম্মানিত ট্রাস্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়,সত্যজিৎ কুমার কুন্ডু, এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার দিনাজপুর মারুফাত হুসাইন,কাহারোল উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম,সভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঠাকুরগাঁও জেলা, এজেন্ট রাজদেবোদত্তর দিনাজপুর রণজিৎ কুমার সিংহ,আহবায়ক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, উত্তম কুমার রায়,সদস্য সচিব বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রেন্ট দিনাজপুর জেলা থিয়োটনিয়াস হাসদা সুইট,দিনাজপুর জেলা
বিএনপি যুগ্ন-সাধারণ সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা।সহ আরো অনেকে উপস্থিত ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট দিনাজপুর এর আয়োজনে জেলা প্রশাসন দিনাজপুর এরসহযোগিতায়।