ঢাকা , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাটোরের লালপুরে মোল্লাপাড়া চরে সেনা অভিযানে অস্ত্র ও মাদকসহ কাকনের ভায়রা গ্রেফতার বিশম্ভরপুরে মসজিদে নামাজরত অবস্থায় বড় ভাইয়ের ছোটভাই খুন নেত্রকোনা, আটপাড়ায় বিষ্ণুপুর গ্রামে দেবর ভাবিকে কুড়াল, দিয়ে মাথ্যায় আঘাত গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আটপাড়ায় উপর্যোপরি চুরিকাঘাতে এক বৃদ্ধ গুরুতর জখম পূর্বধলায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত দেশব্যাপী ষড়যন্ত্র ও প্রোপাগাণ্ডার বিরুদ্ধে গফরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ কলমাকান্দায় ২০ হাজার আকাশমণি ও ইউক্যালিপটাস চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয়ে শহীদদের স্মরণে জুলাই শহীদ ও শোক দিবস পালিত শোক সংবাদ

নেত্রকোণায় ছাত্র-ছাত্রী পড়িয়ে জিপিএ-৫ পেলেও কলেজে ভর্তি নিয়ে অনিশ্চিত রাত্রী

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ আগস্ট ২০২৩
  • ১৫২ বার

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোণার মদন উপজেলায় হতদরিদ্র পরিবারের সন্তান মেধাবী ছাত্রী রাত্রী সরকার। অন্য শিশুদের প্রাইভেট পড়িয়ে এবার এস এস সিতে জিপিএ-৫ পেলেও অর্থাভাবে কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। উচ্চশিক্ষার জন্য ভর্তি ও পড়ালেখার খরচের চিন্তায় বাবা-মায়ের চোখমুখেও শুধু হতাশার ছাপ।খোঁজ নিয়ে
জানা গেছে, মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এসএসসিতে মানবিক শাখা থেকে জিপিএ-৫ পেয়েছে রাত্রী সরকার।

রাত্রীর বাবা খুবই হতদরিদ্র হওয়া পড়া লেখার খরচ চাালাতে যখন হিমশিম খাচ্ছিল পরিবারটি ঠিক এ সময় পড়া লেখার পাশাপাশি অন্য শিশুদের প্রাইভেট পড়ানো শুরু করে রাত্রী সরকার।ভিটাবাড়ি ছাড়া আর কিছুই নেই। থাকার মত আছে একটি টিনসেটের চেলা।

অন্যের জমিতে কৃষি কাজ বাজারে তরকারী বিক্রি করে সংসার চালান তার বাবা। অভাবের এই সংসারে কষ্ট করে পড়াশোনা করেছে রাত্রী সরকার।

পৌর সদরের ৭ নং ওয়ার্ডের দিনমজুর দুই সন্তানের জনক বাবা স্বপন সরকারের এক মাত্র মেয়ে রাত্রী সরকার।

রাত্রী সরকার জানায় ‘এতদিন নিজে প্রাইভেট পড়িয়ে পড়ালেখার খরচ জুগিয়েছি। বাবা বই কিনে দেওয়ারও সামর্থ্য ছিল না। স্যারেরা আমাকে বই দিয়ে অনেক সাহায্য সহযোগিতা করেছেন।

এদিকে রাত্রীর ইচ্ছা একটি ভাল কলেজে ভর্তি হতে। ভালো কোনো কলেজে ভর্তি এবং পড়ালেখার খরচ চালানো রাত্রীর দিনমজুর বাবার পক্ষে সম্ভব নয়। অর্থের অভাবে আমার ভালো কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। আমি ভালভাবে ভাল কলেজে ভর্তি হতে চাই। ভবিষ্যতে একজন ইউএনও হয়ে দরিদ্রদের সেবা করতে চাই। জানিনা সেই স্বপ্ন পূরণ হবে কি না। রাত্রীর মা দীপ্তি সরকার বলেন,‘অভাব-অনাটনের মধ্যেও মেয়েটি অন্য বাচ্চাদের প্রাইভেট পড়িয়ে ভালো ফলাফল করেছে।

ভাল ফলাফল শোনে খুশি হইছিলাম ঠিকেই, কিন্তু এহন মেয়েটি ভাল কলেজে পড়ার জন্য কান্নাকাটি করতেছে। কেমনে তারে ভর্তি করব? এমনেই তার বাবা দিন মজুর মাঝে মধ্যে তরকারির ব্যবসা করে কোন মতে সংসার চলে। ভাল কলেজে ভর্তি করার সামর্থ্য আমরার নেই। সমাজের বিত্তশালী আর সরকার যদি সহযোগিতা করেন তাহলে হয়ত মেয়েটারে ভাল কলেজে ভর্তি করানে সম্ভব হবে। কোনোরকম খেয়ে না খেয়ে বেঁচে আছি।’

বিদ্যালয়টির প্রধান শিক্ষক আক্কাস উদ্দিন বলেন, মেয়েটি খুবই কষ্ট করে প্রাইভেট পড়িয়ে ভাল ফলাফল করেছে। রাত্রী হতদরিদ্র হওয়ায় স্কুল থেকে তার কোনো পরীক্ষার ফি সহ কোনো টাকা নেওয়া হতো না। গরিব পরিবারের সন্তান হয়েও ভালো রেজাল্ট করে এখন অর্থের অভাবে ভালো কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে তার। জেলা উপজেলা উপজেলা প্রশাসন, বিত্তবানেরা এগিয়ে এলে মেয়েটির শিক্ষার পথ সুগম হবে বলে আমার বিশ্বাস।

কামরুল হাসান

স্টাফ রিপোর্টারঃ

তারিখ- ১১/০৮/২০২৩ ইং

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

নাটোরের লালপুরে মোল্লাপাড়া চরে সেনা অভিযানে অস্ত্র ও মাদকসহ কাকনের ভায়রা গ্রেফতার

নেত্রকোণায় ছাত্র-ছাত্রী পড়িয়ে জিপিএ-৫ পেলেও কলেজে ভর্তি নিয়ে অনিশ্চিত রাত্রী

আপডেট টাইমঃ ০১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ আগস্ট ২০২৩

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোণার মদন উপজেলায় হতদরিদ্র পরিবারের সন্তান মেধাবী ছাত্রী রাত্রী সরকার। অন্য শিশুদের প্রাইভেট পড়িয়ে এবার এস এস সিতে জিপিএ-৫ পেলেও অর্থাভাবে কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। উচ্চশিক্ষার জন্য ভর্তি ও পড়ালেখার খরচের চিন্তায় বাবা-মায়ের চোখমুখেও শুধু হতাশার ছাপ।খোঁজ নিয়ে
জানা গেছে, মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এসএসসিতে মানবিক শাখা থেকে জিপিএ-৫ পেয়েছে রাত্রী সরকার।

রাত্রীর বাবা খুবই হতদরিদ্র হওয়া পড়া লেখার খরচ চাালাতে যখন হিমশিম খাচ্ছিল পরিবারটি ঠিক এ সময় পড়া লেখার পাশাপাশি অন্য শিশুদের প্রাইভেট পড়ানো শুরু করে রাত্রী সরকার।ভিটাবাড়ি ছাড়া আর কিছুই নেই। থাকার মত আছে একটি টিনসেটের চেলা।

অন্যের জমিতে কৃষি কাজ বাজারে তরকারী বিক্রি করে সংসার চালান তার বাবা। অভাবের এই সংসারে কষ্ট করে পড়াশোনা করেছে রাত্রী সরকার।

পৌর সদরের ৭ নং ওয়ার্ডের দিনমজুর দুই সন্তানের জনক বাবা স্বপন সরকারের এক মাত্র মেয়ে রাত্রী সরকার।

রাত্রী সরকার জানায় ‘এতদিন নিজে প্রাইভেট পড়িয়ে পড়ালেখার খরচ জুগিয়েছি। বাবা বই কিনে দেওয়ারও সামর্থ্য ছিল না। স্যারেরা আমাকে বই দিয়ে অনেক সাহায্য সহযোগিতা করেছেন।

এদিকে রাত্রীর ইচ্ছা একটি ভাল কলেজে ভর্তি হতে। ভালো কোনো কলেজে ভর্তি এবং পড়ালেখার খরচ চালানো রাত্রীর দিনমজুর বাবার পক্ষে সম্ভব নয়। অর্থের অভাবে আমার ভালো কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। আমি ভালভাবে ভাল কলেজে ভর্তি হতে চাই। ভবিষ্যতে একজন ইউএনও হয়ে দরিদ্রদের সেবা করতে চাই। জানিনা সেই স্বপ্ন পূরণ হবে কি না। রাত্রীর মা দীপ্তি সরকার বলেন,‘অভাব-অনাটনের মধ্যেও মেয়েটি অন্য বাচ্চাদের প্রাইভেট পড়িয়ে ভালো ফলাফল করেছে।

ভাল ফলাফল শোনে খুশি হইছিলাম ঠিকেই, কিন্তু এহন মেয়েটি ভাল কলেজে পড়ার জন্য কান্নাকাটি করতেছে। কেমনে তারে ভর্তি করব? এমনেই তার বাবা দিন মজুর মাঝে মধ্যে তরকারির ব্যবসা করে কোন মতে সংসার চলে। ভাল কলেজে ভর্তি করার সামর্থ্য আমরার নেই। সমাজের বিত্তশালী আর সরকার যদি সহযোগিতা করেন তাহলে হয়ত মেয়েটারে ভাল কলেজে ভর্তি করানে সম্ভব হবে। কোনোরকম খেয়ে না খেয়ে বেঁচে আছি।’

বিদ্যালয়টির প্রধান শিক্ষক আক্কাস উদ্দিন বলেন, মেয়েটি খুবই কষ্ট করে প্রাইভেট পড়িয়ে ভাল ফলাফল করেছে। রাত্রী হতদরিদ্র হওয়ায় স্কুল থেকে তার কোনো পরীক্ষার ফি সহ কোনো টাকা নেওয়া হতো না। গরিব পরিবারের সন্তান হয়েও ভালো রেজাল্ট করে এখন অর্থের অভাবে ভালো কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে তার। জেলা উপজেলা উপজেলা প্রশাসন, বিত্তবানেরা এগিয়ে এলে মেয়েটির শিক্ষার পথ সুগম হবে বলে আমার বিশ্বাস।

কামরুল হাসান

স্টাফ রিপোর্টারঃ

তারিখ- ১১/০৮/২০২৩ ইং