
কামরুল হাসান
জয়বাংলা ঐক্য পরিষদের আয়োজনে আটপাড়া উপজেলার সেতুর বাজার বাসস্ট্যান্ড এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন জয়বাংলা ঐক্য পরিষদ, আটপাড়া শাখার আহবায়ক মোঃ ফজলুল হক, সঞ্চালনায় ছিলেন যুগ্ন আহবায়ক মোঃ আসাদুজ্জামান চন্দন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া- আটপাড়া আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় নেতা এড. আব্দুল মতিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলার আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পাইকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর চৌধুরী, কেন্দুয়া উপজেলার আওয়ামী যুবলীগের সাবেক সহ-সভাপতি ও নওপাড়া সাবেক চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া (জামান), কেন্দুয়া উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি আফজাল আহমেদ (মকুল), আওয়ামী তাঁতীলীগের নেত্রকোনা জেলা শাখার উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ আহমেদ এমদাদ, শ্রম বিষয়ক সম্পাদক কামাল হোসেন, আটপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন আজাদ, উপজেলা আওয়ামী যুব লীগ সহ-সম্পাদক সাইফুল ইসলাম, আরিয়ান আহাদসহ কেন্দুয়া – আটপাড়া উপজেলার
বিভিন্ন সমর্থক প্রতিনিধিগণ।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আব্দুল মতিন উনার সাথে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনে উনার পাশে থাকবো এবং ঐক্যবদ্ধভাবে দৃঢ়তার সাথে কাজ করে যাব আমরা চাই এবার এডভোকেট আব্দুল মতিন কে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনাকে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা টিকেট দেন আমরা বিশ্বাস করি এডভোকেট আব্দুল মতিন উনি
কেন্দুয়া-আটপাড়া উপজেলার সকল মানুষের পাশে থেকে শত নিষ্ঠার সাথে কাজ করে যাবেন।
এদিকে মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আব্দুল মতিন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা নৌকাকে জয়যুক্ত করতে হবে এবং যারা এখানে প্রতিনিধি আছেন কত নিষ্ঠার সাথে স্মার্ট বাংলাদেশ গঠন গঠনে ঐক্যবদ্ধ হয়ে আমাকে সহযোগিতা করবেন। আপনারা প্রধানমন্ত্রীকে ভালোবাসেন এবং আমাকে ভালোবাসেন দের কাছে এমনটাই আশা করি।
তিনি আরো বলেন , বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ে প্রধানমন্ত্রী এর এবং ছাত্রলীগের ঢাল হিসেবে ছিলাম, এবং আজীবন প্রধানমন্ত্রীর পাশে থাকবো। কেন্দুয়া-আটপাড়া আওয়ামী লীগ সংগঠনের সাথে জড়িত না থাকলেও কেউ বলতে পারবেনা তাদের সাথে বা কোন নেতার সাথে আমার বিরোধ রয়েছে আমি সবসময় প্রধানমন্ত্রী ও স্থানীয় নেতাদের নিয়ে উন্নয়নমূলক কাজগুলো প্রচার করার চেষ্টা করেছি। এবার যদি প্রধানমন্ত্রী আমাকে নৌকা দেন তাহলে আমি কেন্দুয়া- আটপাড়া উন্নয়নমূলক কাজগুলো করবো কথা দিলাম, যারা আমাকে সমর্থন করে এ প্রতিনিধি সভায় উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই ,আপনারা নিঃস্বার্থভাবে থাকবেন এবং এমপি হলেই যে ফায়দা লুটবেন এ রকমটা দয়া করে কেউ ভাববেন না । কেননা আমার কাছে সবাই সমান থাকবে।
আলোচনা শেষে আটপাড়া উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পরিচয় করিয়ে দেন।