
মোঃ সাহাবুল আলম
নাটোরের হালতি বিলে নৌকাভ্রমণে এসে পানিতে ছিটকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দুজন ভাই। নৌকাটি বিলের মাঝের বৈদ্যুতিক খুঁটির টানা তারে ধাক্কা লাগলে শিশু দুটি পানিতে পড়ে যায়। আজ শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নলডাঙ্গা উপজেলার হালতি বিলের খোলাবাড়িয়া উচ্চবিদ্যালয় প্রান্তে।
নিহত দুই শিশু হচ্ছে নাটোরের লালপুর উপজেলার আড়বাব গ্রামের মো. আরিফ হোসেনের ছেলে সাদমান আবদুল্লাহ (১১) ও আবদুর রহমান (৯)।
নলডাঙ্গা থানা-পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেলে ১৭ জন যাত্রী নিয়ে একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকা হালতি বিলে ভ্রমণে বের হয়। সন্ধ্যা ঘনানোর পর নৌকাটি খোলাবাড়িয়া উচ্চবিদ্যালয়ের পাশের একটি স্পটে আসছিল। এ সময় নৌকাটি বিলের মাঝের বৈদ্যুতিক খুঁটির টানা তারে ধাক্কা লাগে। এতে নৌকার ছাউনিতে ও বাইরে দাঁড়িয়ে থাকা ও বসে থাকা যাত্রীরা ছিটকে পানিতে পড়ে যান। অন্যরা সাঁতরে কিনারে উঠে আসতে পারলেও দুই শিশুকে পাওয়া যাচ্ছিল না। ঘটনার ১৫ থেকে ২০ মিনিট পর এক শিশুর মরদেহ পাওয়া যায়। পরে অপর শিশুর মরদেহও পাওয়া যায়।
নৌকাটি বিলের মাঝের বৈদ্যুতিক খুঁটির টানা তারে ধাক্কা লাগে। এতে নৌকার ছাউনিতে ও বাইরে দাঁড়িয়ে থাকা ও বসে থাকা যাত্রীরা ছিটকে পানিতে পড়ে যান।