ঢাকা , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাটোরের লালপুরে মোল্লাপাড়া চরে সেনা অভিযানে অস্ত্র ও মাদকসহ কাকনের ভায়রা গ্রেফতার বিশম্ভরপুরে মসজিদে নামাজরত অবস্থায় বড় ভাইয়ের ছোটভাই খুন নেত্রকোনা, আটপাড়ায় বিষ্ণুপুর গ্রামে দেবর ভাবিকে কুড়াল, দিয়ে মাথ্যায় আঘাত গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আটপাড়ায় উপর্যোপরি চুরিকাঘাতে এক বৃদ্ধ গুরুতর জখম পূর্বধলায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত দেশব্যাপী ষড়যন্ত্র ও প্রোপাগাণ্ডার বিরুদ্ধে গফরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ কলমাকান্দায় ২০ হাজার আকাশমণি ও ইউক্যালিপটাস চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয়ে শহীদদের স্মরণে জুলাই শহীদ ও শোক দিবস পালিত শোক সংবাদ

বড়াই গ্রামে মাদকসেবীর বিরুদ্ধে অভিযোগ

 মোঃ সাহাবুল আলম

-বড়াইগ্রাম উপজেলার বাগডোবগ্রামে( ১)শ্রী গধির মাহাতো( ৪৫) পিতা মৃত অঙ্গ মাহাতো, সাং বাগডোব,থানা বড়াইগ্রাম জেলা নাটোর একজন পেশাদার মাদক সেবী , মাদক সেবন করে প্রায় তার এই প্রতিবেশী অর্চনা হালদার জং সমীর হালদার,রাতে দিনে প্রায় সময় অর্চনা হালদার এর ওপর বিভিন্নভাবে জ্বালা যন্ত্রণা অত্যাচার ও নির্যাতন করে, গধির মাহাতো নেশা করে এসে বিভিন্ন অঙ্গ ভঙ্গিমায় মাধ্যমে তাকে উত্যক্ত করতে চেষ্টা করে।এবং নানা রকম প্রস্তাব দেয়।


নেশা করে এসে বিবাদী বিভিন্ন সময় টিনের চালায় ঢিল ছুড়ে মারে,এতে বাদী প্রতিবাদ করলে তাকে নানাভাবে হুমকি ধামকি ও ভয় ভীতি,প্রদর্শন করে । এবং বলে যে আমি মদ খাই আর না খাই তোর কি সমস্যা,বলে নানাভাবে অকাথ্য ভাষায় গালিগালাজ করে।ঘটনার প্রত্যক্ষ সাক্ষী,অঞ্জলি রানী মাহাতো স্বামী সুরেন্দ্রনাথ মাহাতো, চান্দু বলা মাহাতো, স্বামী মৃত হরিলাল মাহাতো, সাং বাগডোব, থানা:বড়াইগ্রাম, জেলা: নাটোর।
এই বিষয়ের রূপসী বাংলা টেলিভিশনের নাটোর জেলা প্রতিনিধি মোঃ সাহাবুল আলমকে জানালে ঘটনার সত্যতা জানতে চাইলে ১নং বিবাদী লাঠি সোটা নিয়ে সাংবাদিকের উপর চড়াও হয় এবং তাকেও লাঞ্ছিত করার চেষ্টা করে। পরে তিনি কোন উপায়ান্তর না দেখে নিজেকে আত্মরক্ষার চেষ্টা করে।ঘটনাস্থল থেকে চলে আসেন।
এ বিষয়ে অর্চনা রানী হালদার বাদী হয়ে ১ নং বিবাদীর বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে বড়াইগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সিদ্দিক জানান,আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করব।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

নাটোরের লালপুরে মোল্লাপাড়া চরে সেনা অভিযানে অস্ত্র ও মাদকসহ কাকনের ভায়রা গ্রেফতার

বড়াই গ্রামে মাদকসেবীর বিরুদ্ধে অভিযোগ

আপডেট টাইমঃ ১১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩

 মোঃ সাহাবুল আলম

-বড়াইগ্রাম উপজেলার বাগডোবগ্রামে( ১)শ্রী গধির মাহাতো( ৪৫) পিতা মৃত অঙ্গ মাহাতো, সাং বাগডোব,থানা বড়াইগ্রাম জেলা নাটোর একজন পেশাদার মাদক সেবী , মাদক সেবন করে প্রায় তার এই প্রতিবেশী অর্চনা হালদার জং সমীর হালদার,রাতে দিনে প্রায় সময় অর্চনা হালদার এর ওপর বিভিন্নভাবে জ্বালা যন্ত্রণা অত্যাচার ও নির্যাতন করে, গধির মাহাতো নেশা করে এসে বিভিন্ন অঙ্গ ভঙ্গিমায় মাধ্যমে তাকে উত্যক্ত করতে চেষ্টা করে।এবং নানা রকম প্রস্তাব দেয়।


নেশা করে এসে বিবাদী বিভিন্ন সময় টিনের চালায় ঢিল ছুড়ে মারে,এতে বাদী প্রতিবাদ করলে তাকে নানাভাবে হুমকি ধামকি ও ভয় ভীতি,প্রদর্শন করে । এবং বলে যে আমি মদ খাই আর না খাই তোর কি সমস্যা,বলে নানাভাবে অকাথ্য ভাষায় গালিগালাজ করে।ঘটনার প্রত্যক্ষ সাক্ষী,অঞ্জলি রানী মাহাতো স্বামী সুরেন্দ্রনাথ মাহাতো, চান্দু বলা মাহাতো, স্বামী মৃত হরিলাল মাহাতো, সাং বাগডোব, থানা:বড়াইগ্রাম, জেলা: নাটোর।
এই বিষয়ের রূপসী বাংলা টেলিভিশনের নাটোর জেলা প্রতিনিধি মোঃ সাহাবুল আলমকে জানালে ঘটনার সত্যতা জানতে চাইলে ১নং বিবাদী লাঠি সোটা নিয়ে সাংবাদিকের উপর চড়াও হয় এবং তাকেও লাঞ্ছিত করার চেষ্টা করে। পরে তিনি কোন উপায়ান্তর না দেখে নিজেকে আত্মরক্ষার চেষ্টা করে।ঘটনাস্থল থেকে চলে আসেন।
এ বিষয়ে অর্চনা রানী হালদার বাদী হয়ে ১ নং বিবাদীর বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে বড়াইগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সিদ্দিক জানান,আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করব।