
মদন উপজেলা প্রতিনিধিঃ
নেত্রকোনার মদনের হাওরাঞ্চলের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছ
রোজ শুক্রবার ( ১৫ ডিসেম্বর) বিকালে মদন ইউনিয়নের উচিতপুর হাওরে বালই নদীর পাশে ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন মদন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ শাহ আলম মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নেত্রকোনা জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ সারোয়ার জাহান, মদন সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ খায়রুল ইসলাম আকন্দ, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।
উদ্বোধনী উপলক্ষে মদন উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সারোয়ার জাহান। মদন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খায়রুল ইসলাম আকন্দ,সহ আরো অনেকেই।
এ সময় মদন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ শাহ আলম মিয়া তিনি বলেন, মদন উপজেলা একটি হাওর অঞ্চল কৃষকের কষ্টের ফসল রক্ষায় এ বছর আগে থেকেই (পিআইসি) গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের অক্লান্ত প্রচেষ্টায় নির্ধারিত সময়ে বাঁধ নির্মাণ কাজ শুরু হয়েছে। ফলে সঠিক সময়েই শেষ হবে সকল বাঁধের মেরামত কাজ। এ জন্য সকল প্রকল্পের কাজ সার্বক্ষণিক নজরদারি করতে স্থানীয় জনপ্রতিনিধিসহ সাংবাদিকদের দৃষ্টি রাখতে অনুরোধ জানান তিনি।