ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
পূর্বধলায় ফারিয়া’র উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষ বাগান উদ্বোধন লালপুরে সেনা অভিযানে ইমু হ্যাকার ও মাদকসেবী কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেপ্তার সৌদি আরব মন্ত্রিসভা বিদেশীদের জন্য নতুন সম্পত্তির মালিকানা আইন অনুমোদন করেছে। ১৭ জুলাইয়ের সহিংসতার নেপথ্যে কাইয়ুম সরকার,বিদেশে বসেও চালাচ্ছেন অনলাইন রাজনীতি নড়াইলে যোগদানকৃত টিআরসিদের ব্যবহারিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করলেন এসপি সেনাবাহিনীর অভিযানে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে -৫ জন দালাল আটক নাজিরপুরে ‘ক্রিস্টমাস বাউন্স ব্যাক’ উদযাপন দিরাই উপজেলায় বিএনপি’র আহবায়ক কমিটি গঠনের প্রস্তুতি স্ত্রীর আত্মহত্যা, স্বামী গ্রেপ্তার: বড়াইগ্রামে হৃদয়বিদারক ঘটনা গোমস্তাপুরে ছেলে নিখোঁজ ১৩ দিন হলেও এখনো মিলেনি খোঁজ বাবা মায়ের আর্তনাদ 

বারহাট্টায় নদীর পাড়সহ ফসলি জমি কাটায় , জরিমানা

নিজস্ব প্রতিবেদক

নেত্রকোনা জেলা বারহাট্টায় কংস নদীর পাড়সহ ফসলী জমির  মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করেন বারহাট্টা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান।
এলাকা সূত্রে জানা যায়, বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের চরপাড়া গ্রামের কংস নদীর পাড়সহ ওয়াফিজ উদ্দিন এর জমির মাটি কিনে নিয়ে ইটভাটাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করছে ঐ গ্রামের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান দুলাল খান পাঠানের ছেলে রাজিব খান পাঠান ।
তারা ঐএলাকায় প্রভাবশালী হওয়ায় এলাকার মানুষ ভয়ে তাদের কিছু বলতে পারে না।  তারা আরো বলেন, কংস নদীর পাড় প্রতিবছর ভেঙ্গে যায় এই এলাকার অনেকের জমি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে এখন যদি নদীর পাড়সহ এভাবে গভীর করে  মাটি কেটে নিয়ে যায় এতে করে আরো জমিসহ বাড়ি ঘর ভাঙ্গার সম্ভাবনা থাকবে ।
গণমাধ্যম সংবাদ পেয়ে সরেজমিনে গিয়ে এর সততা পেলে বারহাট্টা উপজেলা প্রশাসনকে জানায় পরে তারা সন্ধ্যার দিকে সহকারী কমিশনার (ভূমি) এসে ভেকু বন্ধ ও কোন লোক না পেয়ে মাটি বিক্রয়কারী  রাজীবকে ফোন করে সরেজমিনে এনে তাকে  মাটি ব্যবস্থাপনা ২০১০-  ৭,ক(গ)  ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন।
 কিন্তু সে প্রশাসনকে হেনস্তা করে  দুই ঘন্টা  অপেক্ষা করার পরে  প্রায় রাত সাড়ে নয়টায় দিকে টাকা পরিশোধ করে । পরে ক্ষিপ্ত হয়ে  প্রশাসনের সামনে উপস্থিত সাংবাদিকদের পা কেটে ফেলার হুমকি ও  লাঞ্ছিত করে উপস্থিত ইউপি  ৬নং ওয়ার্ড মেম্বার ,রাজিরসহ আরো কয়েকজন।আরো বলে , এদিকে যদি কোন দিন যায় মাটির সাথে মিশেয়ে দিবে ও এলাকার যে বলেছে তার পা ভেঙ্গে দেওয়ার কথা  বলে ও হুমকি দেয় রাজিব।
ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় ফারিয়া’র উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষ বাগান উদ্বোধন

বারহাট্টায় নদীর পাড়সহ ফসলি জমি কাটায় , জরিমানা

আপডেট টাইমঃ ০৬:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক

নেত্রকোনা জেলা বারহাট্টায় কংস নদীর পাড়সহ ফসলী জমির  মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করেন বারহাট্টা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান।
এলাকা সূত্রে জানা যায়, বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের চরপাড়া গ্রামের কংস নদীর পাড়সহ ওয়াফিজ উদ্দিন এর জমির মাটি কিনে নিয়ে ইটভাটাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করছে ঐ গ্রামের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান দুলাল খান পাঠানের ছেলে রাজিব খান পাঠান ।
তারা ঐএলাকায় প্রভাবশালী হওয়ায় এলাকার মানুষ ভয়ে তাদের কিছু বলতে পারে না।  তারা আরো বলেন, কংস নদীর পাড় প্রতিবছর ভেঙ্গে যায় এই এলাকার অনেকের জমি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে এখন যদি নদীর পাড়সহ এভাবে গভীর করে  মাটি কেটে নিয়ে যায় এতে করে আরো জমিসহ বাড়ি ঘর ভাঙ্গার সম্ভাবনা থাকবে ।
গণমাধ্যম সংবাদ পেয়ে সরেজমিনে গিয়ে এর সততা পেলে বারহাট্টা উপজেলা প্রশাসনকে জানায় পরে তারা সন্ধ্যার দিকে সহকারী কমিশনার (ভূমি) এসে ভেকু বন্ধ ও কোন লোক না পেয়ে মাটি বিক্রয়কারী  রাজীবকে ফোন করে সরেজমিনে এনে তাকে  মাটি ব্যবস্থাপনা ২০১০-  ৭,ক(গ)  ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন।
 কিন্তু সে প্রশাসনকে হেনস্তা করে  দুই ঘন্টা  অপেক্ষা করার পরে  প্রায় রাত সাড়ে নয়টায় দিকে টাকা পরিশোধ করে । পরে ক্ষিপ্ত হয়ে  প্রশাসনের সামনে উপস্থিত সাংবাদিকদের পা কেটে ফেলার হুমকি ও  লাঞ্ছিত করে উপস্থিত ইউপি  ৬নং ওয়ার্ড মেম্বার ,রাজিরসহ আরো কয়েকজন।আরো বলে , এদিকে যদি কোন দিন যায় মাটির সাথে মিশেয়ে দিবে ও এলাকার যে বলেছে তার পা ভেঙ্গে দেওয়ার কথা  বলে ও হুমকি দেয় রাজিব।