
নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনা জেলার মদন উপজেলায় “ব্ল্যাক রাইস” জাতের ধান চাষ করে সফল হয়েছেন কৃষক রফিকুল ইসলাম।এতে তার মুখে আনন্দের হাসি ফুটেছে।
কৃষক রফিকুল ইসলামের বাড়ি উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামে।
এই বিষয়ে কৃষক রফিকুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান,আমি আমার ছেলের মাধ্যমে জানতে পারি যে, দেশে ব্ল্যাক রাইস নামে একটি ধানের জাত রয়েছে।এটি একটি উচ্চ ফলনশীল ভিয়েতনামী জাতের ধান। তারপর বগুড়া থেকে এটি সংগ্রহ করে আমার ১২শতক জমিতে রোপন করি। এ জাতের ধানের কথা শুনে এখন আমার গ্রাম থেকে শুরু করে বিভিন্ন এলাকার মানুষ প্রায়ই দেখতে আসেন আমার জমিটিকে। আশা করছি এখানে কাটা প্রতি ৮ থেকে ১০মন ধান উৎপাদিত হবে। এ ধান চাষ করতে আমার তেমন কোন সার বা কীটনাশক ব্যবহার করতে হয় নি।তবে ধানের বিক্রি নিয়ে খুব চিন্তায় আছি।উপজেলা কৃষি অফিস যদি আমাকে একটু পরামর্শ দিয়ে সহযোগিতা করত তাহলে আমি উপজেলায় অন্যান্য মানুষের কাছে এ ধানের জাতটিকে বিক্রি করতে পারতাম এতে তারা ভালো ফলন করতে পারতো এবং আমিও ভালো দাম পেতাম।
উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান বলেন,এটি একটি ঔষধি জাত ধান।এ জাতের ধানের চাউল খেলে মানুষের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এজাতের ধানের চাষ বৃদ্ধির জন্য আমরা কৃষক রফিকুল ইসলামসহ সকলকে সার্বিক পরামর্শ দিচ্ছি।