
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
, ৫ জুন:নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বনপাড়া-পাবনা মহাসড়কের গুনাইহাঁটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, পাবনার দিক থেকে আসা একটি পিকআপ বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপের এক আরোহী নিহত হন। অপর একজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। হাইওয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও পিকআপটি উদ্ধার করেছে।
বনপাড়া হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।”