
প্রিয়া আক্তার
কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধিঃ
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কর্তৃক । আনন্দ ভ্রমণ চলো কক্সবাজার চলো উপলক্ষে
নেত্রকোণা জেলার কলমাকান্দায় আজ শনিবার এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে । উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পানির এসিস্ট্যান্ট ভাইসপ্রেসিডেন্ট জনাব মোঃ বাহার উদ্দিন মজুমদার বিশেষ অতিথি জনাব পারভেজউল্লা খান ও কলমাকান্দা জোন এর জোন প্রধান জনাব মোঃ ফেরদৌস আলম সহকারী জোন প্রধান মনজুরুল হক মন্জু এজিএম জনাব খলিলুর রহমান, মতিউর রহমান,মীর সৈকত বিএম রেহেনা পারভীন , মরিয়ম আক্তার মনি এবং দুর্গাপুর, মধ্যনাগড়,শিদলী অফিস এর অফিস প্রধান, এজিএম,বিএম ও সকল অফিস এর মাঠ কর্মকর্তাদের নিয়ে
আনন্দ ভ্রমণ ,পলিসি, ব্যাবসা ,সম্পর্কে দিগ নির্দেশনা মূলক আলোচনা হয়।