
সাইফুল আলম দুলাল
কেন্দুয়া উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসা বেসরকারি প্রতিষ্ঠান এডুকেশন ডেভেলপমেন্ট এসোসিয়েশনের (ইডিএ)’র উদ্যোগে প্রকাশিত শিক্ষা বিষয়ক ম্যাগাজিন ‘দৃষ্টিকোণ’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার রামপুর বাজারে থাকা ইডিএ’র কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইডিএ’র চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী ও বীর মুক্তিযোদ্ধা হায়দার আহমদ খান এফসিএ। ইডিএ’র সহ সভাপতি আব্দুল আউয়াল বকুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহমুদুন নবী হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, দৃষ্টিকোণ সম্পাদক হাসিনা কুমকুম। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, ইডিএ’র সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ সারওয়ার রহমান, নির্বাহী সদস্য আব্দুর রশিদ, মোনায়েম খান, খলিলুর রহমান, মো. রতন মিয়া, মো. নজরুল ইসলাম, এসএইচএম দিনাজ উদ্দিন ফকির, মাজহারুল ইসলাম, মাহবুবুল আলম ও মো. লাইমুন হোসেন ভূঁইয়া।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ২০০৫ সাল থেকেে কেন্দুয়া আটপাড়া উপজেলার সকল শ্রেনী পেশা মানুষের নিকট ইডিএ প্রশংসা কুড়িয়েছে।প্রাথমিক পর্যায় থেকে শুরু করে মাধ্যমিক পর্যায়েও ইডিএ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আপনাদের সার্বিক সহযোগিতা পেলে ইডিএ আরও বেগবান হবে এ প্রত্যাশা করি।
তারিখ- ০৭/০৯/২০২৩ ইং
বিজ্ঞাপন