ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
চিতলমারী থেকে নিখোঁজ কিশোর তালহা জুবায়ের, সর্বশেষ অবস্থান কচুয়ার গজালিয়ায় বারহাট্টায় সর্বস্তরের জনগণের উপস্থিতিতে আজ বিশিষ্ট রাজনৈতিক ও শিল্পপতি মোস্তাফিজুর রহমান রেজভীর চেহলাম অনুষ্ঠিত টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিদেশী পিস্তল, দেশীয় অস্ত্র ও প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের ইয়াবাসহ ১ জন কুখ্যাত সন্ত্রাসী আটক কালিয়াকৈরে রেড ক্রিসেন্ট টিমকে ইউএনও’র উপহার জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ নেত্রকোনা- ৪ আসন। মদন, মোহনগঞ্জ ,ও খালিয়াজুরীর মনোনীত প্রার্থী হলেন মুফতি আনোয়ার হোসেন।  টেকনাফে নির্মিত হচ্ছে বিদ্যুতের গ্রীড উপকেন্দ্র: নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবার পাশাপাশি গড়ে উঠবে শিল্প কারখানা গফরগাঁও জেএম কামিল মাদ্রাসায় উপস্থিত না থেকেও বেতন ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষ আতাউর রহমানের নামে।  কুমিল্লায় নারী সাংবাদিক আখির উপর সন্ত্রাসী হামলা : বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ সাংস্কৃতিক প্রতিযোগিতা/২৫ অনুষ্ঠান করেছে পানছড়ি অনির্বাণ শিল্পীগোষ্ঠী। সেন্টমাটিন দ্বীপের সীমান্ত নাইক্ষ্যংদিয়া জলসীমা থেকে ১২ জন জেলে গেপ্তার করে নিয়ে যায় মায়ানমার আরকান আর্মি

আটপাড়া অর্থের অভাবে মাদ্রাসা নির্মাণ কাজ বন্ধ, সহযোগিতা চাচ্ছেন মাদ্রাসা কমিটি।

নিজস্ব প্রতিবেদক

নেত্রকোনার আটপাড়া উপজেলা তেলিগাতি ইউনিয়নের ১ নং ওয়ার্ড কাছারপুর গ্রামের  দীর্ঘ ছয় মাস ধরে অর্থের অভাবে বন্ধ রয়েছে কাচারপুর হুজরাতুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসার কাজ।

আনুমানিক গত ২৫ বছর আগে ১২ শতাংশ জমি (ওয়াকফ) দান করেছিলেন একটি মসজিদ নির্মাণের জন্য বর্তমানে সেটি কাচারপুর জামে মসজিদ নামে পরিচিত।
এবং আবারও মাদ্রাসার জন্য  সাড়ে তিন শতাংশ জমি  (ওয়াকফ)দান করেন কাছারপুর  গ্রামের বাসিন্দা মোহাম্মদ নুরুল আমিন খান

২০০০ সালে হুজরাতুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেন

আশেপাশে কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় অত্র এলাকার ছেলে মেয়েরা  জান্নাতুল  হুজরাত   প্রতিষ্ঠানে পড়ালেখা চলমান অবস্থায় ছিল।

এলাকাবাসীর  সুত্রে জানা যায় মাদ্রাসাটি  ছিল টিনশেড ঘরে নড়বড়ে। ছাত্রদের  দুরবস্থার কথা চিন্তা করে মাদ্রাসাটির  পুনর্নির্মাণকাজ শুরু করেন গণ্যমান্য লোকজন  ও এলাকাবাসী । কিন্তু আর্থিক সংকটের কারণে হঠাৎ বন্ধ হয়ে যায় মাদ্রাসাটির নির্মাণকাজ।

কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখার ব্যাঘাতের কথা  চিন্তা করে এলাকাবাসীর সহযোগিতায়  একটু একটু করে এগিয়ে চলছিল মাদ্রাসা প্রতিষ্ঠান  নির্মাণের কাজ।

মাদ্রাসা এবং মসজিদের ফান্ডে যে পরিমাণ টাকা ছিল তা দিয়ে পরিপূর্ণ বাস্তবায়িত  সম্ভব হয়নি। বর্তমানে গত ছয় মাস পূর্ব থেকে মাদ্রাসার নির্মাণ কাজ বন্ধ রয়েছে।
এমতাবস্থায় এই মাদ্রাসাটি পরিপূর্ণ বাস্তবায়িত করতে যে পরিমাণ অর্থ প্রয়োজন তা এখন আর আমাদের কাছে নেই।
এই গ্রামের প্রায় ৮০ ভাগ মানুষে হত  দরিদ্র হওয়ায়, গ্রামের পক্ষে কোনভাবেই এই মাদ্রাসার  নির্মাণ কাজ শেষ করা সম্ভব হয়নি।
এ নিয়ে এলাকাবাসী পড়েছে দুশ্চিন্তায়, কিভাবে শেষ হবে মাদ্রাসা নির্মাণ কাজ, নাকি এখানেই থেমে থাকবে। এমন প্রশ্নের উত্তর নেই কারো কাছে। তাই মাদ্রাসা কাজ সম্পন্ন করতে বাধ্য হয়ে এই মসজিদ এবং মাদ্রাসা কমিটি, সরকারসহ সমাজের বিত্তবানদের কাছে চাই আর্থিক সহযোগিতা।
এমতাবস্থায় ওই মাদ্রাসার  দায়িত্ব প্রাপ্ত সভাপতি সাফায়েত ইসলাম অপু
তিনি  বলেন , সরকার যদি উপরুক্ত বিষয়গুলো সত্যতা যাচাই করে মাদ্রাসা নির্মাণের জন্য অর্থ দিয়ে সাহায্য করে  হয়তোবা মাদ্রাসা কাজ সম্পন্ন করতে পারব।

মাদ্রাসার কমিটির সেক্রেটারি মোঃ এনামুল হক বলেন, এলাকার অনেক বৃত্তবান ,দানবীর ,প্রভাবশালী ব্যক্তি রয়েছেন ,তারা যদি আমাদের এই মাদ্রাসাটি দিকে সুদৃষ্টিতে তাকাতো হয়তো মাদ্রাসাটি সম্পূর্ণ  হয়ে যেত, আর আমরা এই মাদ্রাসায় এলাকার কিংবা আশেপাশের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে।

সর্বশেষ মাদ্রাসা কাজের সহযোগিতার জন্য যোগাযোগের নাম্বার দেওয়া হল।

           মসজিদ কমিটির নাম্বার
সভাপতি-01613-615015


সেক্রেটারি- 01620-520233

তারিখ-২৫/০৯/২০২৩ ইং

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

চিতলমারী থেকে নিখোঁজ কিশোর তালহা জুবায়ের, সর্বশেষ অবস্থান কচুয়ার গজালিয়ায়

আটপাড়া অর্থের অভাবে মাদ্রাসা নির্মাণ কাজ বন্ধ, সহযোগিতা চাচ্ছেন মাদ্রাসা কমিটি।

আপডেট টাইমঃ ১০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক

নেত্রকোনার আটপাড়া উপজেলা তেলিগাতি ইউনিয়নের ১ নং ওয়ার্ড কাছারপুর গ্রামের  দীর্ঘ ছয় মাস ধরে অর্থের অভাবে বন্ধ রয়েছে কাচারপুর হুজরাতুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসার কাজ।

আনুমানিক গত ২৫ বছর আগে ১২ শতাংশ জমি (ওয়াকফ) দান করেছিলেন একটি মসজিদ নির্মাণের জন্য বর্তমানে সেটি কাচারপুর জামে মসজিদ নামে পরিচিত।
এবং আবারও মাদ্রাসার জন্য  সাড়ে তিন শতাংশ জমি  (ওয়াকফ)দান করেন কাছারপুর  গ্রামের বাসিন্দা মোহাম্মদ নুরুল আমিন খান

২০০০ সালে হুজরাতুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেন

আশেপাশে কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় অত্র এলাকার ছেলে মেয়েরা  জান্নাতুল  হুজরাত   প্রতিষ্ঠানে পড়ালেখা চলমান অবস্থায় ছিল।

এলাকাবাসীর  সুত্রে জানা যায় মাদ্রাসাটি  ছিল টিনশেড ঘরে নড়বড়ে। ছাত্রদের  দুরবস্থার কথা চিন্তা করে মাদ্রাসাটির  পুনর্নির্মাণকাজ শুরু করেন গণ্যমান্য লোকজন  ও এলাকাবাসী । কিন্তু আর্থিক সংকটের কারণে হঠাৎ বন্ধ হয়ে যায় মাদ্রাসাটির নির্মাণকাজ।

কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখার ব্যাঘাতের কথা  চিন্তা করে এলাকাবাসীর সহযোগিতায়  একটু একটু করে এগিয়ে চলছিল মাদ্রাসা প্রতিষ্ঠান  নির্মাণের কাজ।

মাদ্রাসা এবং মসজিদের ফান্ডে যে পরিমাণ টাকা ছিল তা দিয়ে পরিপূর্ণ বাস্তবায়িত  সম্ভব হয়নি। বর্তমানে গত ছয় মাস পূর্ব থেকে মাদ্রাসার নির্মাণ কাজ বন্ধ রয়েছে।
এমতাবস্থায় এই মাদ্রাসাটি পরিপূর্ণ বাস্তবায়িত করতে যে পরিমাণ অর্থ প্রয়োজন তা এখন আর আমাদের কাছে নেই।
এই গ্রামের প্রায় ৮০ ভাগ মানুষে হত  দরিদ্র হওয়ায়, গ্রামের পক্ষে কোনভাবেই এই মাদ্রাসার  নির্মাণ কাজ শেষ করা সম্ভব হয়নি।
এ নিয়ে এলাকাবাসী পড়েছে দুশ্চিন্তায়, কিভাবে শেষ হবে মাদ্রাসা নির্মাণ কাজ, নাকি এখানেই থেমে থাকবে। এমন প্রশ্নের উত্তর নেই কারো কাছে। তাই মাদ্রাসা কাজ সম্পন্ন করতে বাধ্য হয়ে এই মসজিদ এবং মাদ্রাসা কমিটি, সরকারসহ সমাজের বিত্তবানদের কাছে চাই আর্থিক সহযোগিতা।
এমতাবস্থায় ওই মাদ্রাসার  দায়িত্ব প্রাপ্ত সভাপতি সাফায়েত ইসলাম অপু
তিনি  বলেন , সরকার যদি উপরুক্ত বিষয়গুলো সত্যতা যাচাই করে মাদ্রাসা নির্মাণের জন্য অর্থ দিয়ে সাহায্য করে  হয়তোবা মাদ্রাসা কাজ সম্পন্ন করতে পারব।

মাদ্রাসার কমিটির সেক্রেটারি মোঃ এনামুল হক বলেন, এলাকার অনেক বৃত্তবান ,দানবীর ,প্রভাবশালী ব্যক্তি রয়েছেন ,তারা যদি আমাদের এই মাদ্রাসাটি দিকে সুদৃষ্টিতে তাকাতো হয়তো মাদ্রাসাটি সম্পূর্ণ  হয়ে যেত, আর আমরা এই মাদ্রাসায় এলাকার কিংবা আশেপাশের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে।

সর্বশেষ মাদ্রাসা কাজের সহযোগিতার জন্য যোগাযোগের নাম্বার দেওয়া হল।

           মসজিদ কমিটির নাম্বার
সভাপতি-01613-615015


সেক্রেটারি- 01620-520233

তারিখ-২৫/০৯/২০২৩ ইং